এই মুহূর্তে যথেষ্ট ইতিবাচক ছন্দে রয়েছে ভারতীয় ফুটবল দল। মানোলো মার্কুয়েজ দায়িত্ব ছাড়ার পর গত কয়েক মাস আগেই দায়িত্ব পেয়েছেন খালিদ জামিল। তারপর থেকেই ধীরে ধীরে বদলাতে শুরু করেছে পরিস্থিতি। যেন হারানো শক্তি ফিরে পাচ্ছে ব্লু-টাইগার্স। কিছু সপ্তাহ আগেই কাফা নেশনস কাপের মধ্যে দিয়ে নিজের প্রথম অ্যাসাইনমেন্ট শুরু করেছিলেন এই ভারতীয় কোচ। সেখানে প্রথম ম্যাচে দারুন ছন্দে ধরা দিয়েছিল ভারতীয় শিবির। তারপর শক্তিশালী ইরানের বিপক্ষে লড়াই করে ও আসেনি জয়। তৃতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে আটকে যেতে হয়েছিল দলকে।
যদিও শেষ পর্যন্ত ওমানকে টেক্কা দিয়ে ব্রোঞ্জ জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ করেছিল জিকসন সিংরা। সেই নিয়ে যথেষ্ট খুশি দেশের ফুটবলপ্রেমীরা। কিছুদিনের বিরতির পর কয়েকদিনের বিরতি। তারপরেই আগামী ৯ই এবং ১৪ই অক্টোবর সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের দুই লেগের ম্যাচে খেলতে নামবে ব্লু-টাইগার্স। সেইমতো গত ২০শে সেপ্টেম্বর থেকেই বেঙ্গালুরুতে প্রস্তুতি শিবির শুরু করে দিয়েছেন ভারতীয় ফুটবল দলের কোচ। সেইমতো প্রথমদিকে মোট তিরিশ জন ফুটবলারদের স্কোয়াড ঘোষণা করেছিলেন খালিদ। পরবর্তীতে আরও বেশ কয়েকজন ফুটবলারদের ডাকা হয় জাতীয় শিবিরে।
তবে সেই সময় এফসি গোয়ার পাশাপাশি মোহনবাগান সুপার জায়ান্টের ফুটবলারদের নাম না থাকলেও জানা গিয়েছিল এসিএল টুয়ের ম্যাচের পরেই যোগদান করবেন বাকি দুই ক্লাবের ফুটবলাররা। সেক্ষেত্রে সব ঠিকঠাক থাকলে বাগানের মোট আটজন খেলোয়াড়কে দেখা যেতে পারে জাতীয় শিবিরে। তাঁদের মধ্যে থ করে পারেন গোলরক্ষক বিশাল কাইথ, লিস্টন কোলাসো, মনবীর সিং, আপুইয়া, অনিরুদ্ধ থাপা, দীপক টাংড়ি, টেকচাম অভিষেক সিং, এবং সাহাল আব্দুল সামাদ। খুব শীঘ্রই স্পষ্ট হয়ে যাবে এই বিষয়টি।
গত কাফা নেশনস কাপে সীমিত শক্তি নিয়ে লড়াই করেও শিরোপা এসেছিল ভারতীয় দলের ঝুলিতে। এবার সেই ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য থাকবে এএফসি এশিয়ান কাপের কোয়ালিফাইং রাউন্ডে।
❓ FAQs
Q1. কোন টুর্নামেন্টের জন্য জাতীয় দলে ডাক পেতে পারেন মোহনবাগানের খেলোয়াড়রা?
👉 এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের জন্য।
Q2. কোন তারকারা সম্ভাব্যভাবে জাতীয় শিবিরে যোগ দিতে পারেন?
👉 বিশাল কাইথ, লিস্টন কোলাসো, মনবীর সিং, আপুইয়া, অনিরুদ্ধ থাপা, দীপক টাংড়ি, টেকচাম অভিষেক সিং এবং সাহাল আব্দুল সামাদ।
Q3. বর্তমানে ভারতীয় দলের কোচ কে?
👉 মানোলো মার্কুয়েজের বিদায়ের পর দায়িত্ব পেয়েছেন খালিদ জামিল।
Q4. সাম্প্রতিক কাফা নেশনস কাপে ভারতের পারফরম্যান্স কেমন ছিল?
👉 সীমিত শক্তি নিয়েও ওমানকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছিল ভারত।
Q5. জাতীয় শিবির কোথায় চলছে?
👉 বেঙ্গালুরুতে।
Q6. এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভারতের প্রতিপক্ষ কারা?
👉 সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে ভারতীয় ফুটবল দল, আগামী ৯ ও ১৪ অক্টোবর।
🔑Indian football team 2025, Mohun Bagan Super Giant players, AFC Asian Cup qualifiers India, Khalid Jamil coach India, Blue Tigers squad 2025