এএফসির সিদ্ধান্ত নিয়ে এবার ক্ষোভ উগড়ে দিলেন বাগান ফুটবলাররা‌

সায়ন সেনগুপ্ত, কলকাতা: ফের এএফসি চ্যাম্পিয়নস লিগ টু নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। বিগত কয়েক ফুটবল সিজন ধরেই দুরন্ত ছন্দে…

How to Watch Mohun Bagan vs Ahal FC Live Stream AFC CL Two 2025

সায়ন সেনগুপ্ত, কলকাতা: ফের এএফসি চ্যাম্পিয়নস লিগ টু নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। বিগত কয়েক ফুটবল সিজন ধরেই দুরন্ত ছন্দে রয়েছে কলকাতা ময়দানের এই প্রধান দল। তৎকালীন কোচ আন্তোনিও লোপেজ হাবাস থেকে শুরু করে বর্তমানের হোসে মোলিনা। সময়ের সাথে সাথে কোচ বদল হলেও বদলায়নি দলের ফুটবলারদের বিজয়ী মানসিকতা। যারফলে গত দুই বছর ধরে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলের লিগ শিল্ড নিজেদের ঘরেই রেখেছে সবুজ-মেরুন। পাশাপাশি গতবার লিগ কাপ ও এসেছে ঘরে।

Advertisements

Also Read | লাল-হলুদ নিয়ে আবেগপ্রবণ মাদিহ তালাল, কী বললেন?

   

যারফলে এবার ও এসিএল টায়ার টুয়ে খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছিল মেরিনার্সরা। প্রথম ম্যাচে নিজেদের ঘরের মাঠে আহাল এফকের কাছে পরাজিত হয়েছিল মোহনবাগান দল। সেটা যথেষ্ট অবাক করে দিয়েছিল সকলকে। কিন্তু তারপরে ও দ্বিতীয় ম্যাচে দলকে লড়াকু মেজাজে দেখার আশায় বুক বেঁধেছিল বাগান জনতা। এক্ষেত্রে আগামী ৩০শে সেপ্টেম্বর ইরানের শক্তিশালী ফুটবল ক্লাব সেপাহন এফসির বিপক্ষে ম্যাচ ছিল হোসে মোলিনার ছেলেদের। কিন্তু ইরান যাত্রা নিয়ে বিগত কয়েকদিন ধরেই দেখা দিয়েছিল ব্যাপক জটিলতা। মূলত দলের চার বিদেশি ফুটবলারদের সেখানে যাওয়া নিয়ে দেখা দিয়েছিল সমস্যা।

Also Read | ট্রফি নিতে অস্বীকার, পাকিস্তানের প্রতিবাদে ভারতের সিদ্ধান্ত

তবে অনেকেই মনে করেছিল যে ভারতীয় ব্রিগেডকেই হয়তো বিদেশে পাঠাতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট। কিন্তু না। শেষ পর্যন্ত ইরান যাত্রা থেকে বিরত থাকে ময়দানের এই প্রধান। সেই নিয়েই এবার ফের দেখা দিয়েছে সমস্যা। এবার নিজেদের তরফে গোটা বিষয়টি উল্লেখ করে সিএএসে দ্বারস্থ হয়েছে গতবারের আইএসএল জয়ীরা। পরবর্তীতে অস্ট্রেলিয়ান নাগরিকরা ইরানে গেলে ঠিক কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে সেই কথা নিজের স্টোরিতে ও আপলোড করেছিলেন বাগানের অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। এবার এএফসির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন বাগানের ভারতীয় ফুটবলাররা।

Also Read | ট্রফি নিতে অস্বীকার, পাকিস্তানের প্রতিবাদে ভারতের সিদ্ধান্ত

বেশ কিছু ঘন্টা আগেই এই সংক্রান্ত বিষয় নিয়ে নিজেদের সোশ্যাল সাইটে স্টোরি আপলোড করেন বাগান অধিনায়ক শুভাশিস বসু থেকে শুরু করে জাতীয় দলের অন্যতম ভরসাযোগ্য মিডফিল্ডার সাহাল আব্দুল সামাদ। যেখানে দেখা যায় গত কয়েক বছরে অন্যান্য দল গুলির নানাবিধ সমস্যার কথা মাথায় রেখে পরবর্তীতে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ স্থানান্তরিত করার কথা জানিয়েছিল এএফসি। কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে কিছুটা ভিন্ন হয় বিষয়টি। যারফলে তাঁরা লেখেন ” অন্যান্যদের জন্য নিরপেক্ষ ম্যাচ ভেন্যু। কিন্তু মোহনবাগানের জন্য নয়। কারণ কি শুধুমাত্র ভারতীয় ফুটবল ক্লাব বলে ?” সেই নিয়ে এখন তোলপাড় নেটমাধ্যম।