অভিজিৎ মন্ডলের সঙ্গে চুক্তি বাতিল করার পথে মোহনবাগান

আজ থেকেই নতুন মরশুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। জুনিয়র দলের নতুন কোচ ডেগি কার্ডোজোর তত্ত্বাবধানে অনুশীলন শুরু করেছে দল।‌বিগত কয়েক মরশুম…

abhijit mondal Mohun Bagan

আজ থেকেই নতুন মরশুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। জুনিয়র দলের নতুন কোচ ডেগি কার্ডোজোর তত্ত্বাবধানে অনুশীলন শুরু করেছে দল।‌বিগত কয়েক মরশুম ধরে সিনিয়র দলের পারফরম্যান্স যথেষ্ট নজর কারলেও যথেষ্ট হতাশাজনক ফল থেকেছে ছোটদের।

কলকাতা লিগ থেকে শুরু করে রিলায়েন্স কর্তৃক আয়োজিত ইয়ুথ ডেভেলপমেন্ট লিগ। সবক্ষেত্রেই দাপটের সাথে অভিযান শুরু করলেও পরবর্তীতে পিছিয়ে পড়ে দল। সেখান থেকে আর চ্যাম্পিয়নশিপের দৌড়ে আসা সম্ভব হয়নি তাদের পক্ষে। যা নিঃসন্দেহে হতাশ করেছিল ম্যানেজমেন্টকে।

   

সেজন্য এবার নতুন মরশুমের প্রস্তুতিতে বাড়তি নজর দিয়েছে ম্যানেজমেন্ট। এবার জুনিয়র দলের কোচের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ডেগি কার্ডোজোর হাতে‌। তার তত্ত্বাবধানেই এবার ক্যালকাটা ফুটবল লিগে মাঠে নামবে দল। পাশাপাশি অভ্র মন্ডলের হাতে তুলে দেওয়া হয়েছে বাগানের ছোটদের গোলরক্ষক বিভাগের দায়িত্ব। যারফলে প্রাক্তন গোলরক্ষক অভিজিৎ মন্ডলের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিতে চলেছে মেরিনার্সরা।

যতদূর খবর নতুন সিজনের কথা মাথায় রেখে আরো এক বিদেশী কোচ আনতে চলেছে ম্যানেজমেন্ট। যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি কোনো কিছু।
তার আগে এবার কলকাতা ফুটবল লিগে নিজেদের সেরা দল নামানোই একমাত্র লক্ষ্য কার্ডোজোর। সব ঠিকঠাক থাকলে আসন্ন ইয়ুথ ডেভেলপমেন্ট লিগের নতুন মরশুমে তার হাতে দেওয়া হতে পারে দায়িত্ব।