Manas Bhattacharya: মোহনবাগান এখনও তৈরি নয়: মানস

প্রাক্তন ফুটবলার রহিম নবি যখন মোহনবাগানের খেলা নিয়ে আশাবাদী তখন অপর প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য (Manas Bhattacharya) অবশ্য মোহনবাগানকে এক্ষুনি নাম্বার দিতে চাইছে না।     …

Former footballer Manas Bhattacharya

short-samachar

প্রাক্তন ফুটবলার রহিম নবি যখন মোহনবাগানের খেলা নিয়ে আশাবাদী তখন অপর প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য (Manas Bhattacharya) অবশ্য মোহনবাগানকে এক্ষুনি নাম্বার দিতে চাইছে না। 

   

মোহনবাগানের খেলা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে মানস ভট্টাচার্য বলেন, ‘দল এখনও তৈরি হয়নি। এই দলটা সেট হতে সময় লাগবে। সামনে এফসি কাপ রয়েছে। কোচ জুয়ান ফেরান্দোকে সজাগ থাকতে হবে। আরও ফুটবল খেলতে হবে, আরও ম্যাচ খেলতে হবে এই দলটাকে। তবেই তৈরি হবে বলে মনে হচ্ছে।’

প্রথম ম্যাচে হার। দ্বিতীয় ম্যাচে ড্র। তাই মোহনবাগান পরবর্তী পর্বে যাবে কিনা তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এই প্রসঙ্গে মানস বলেন, ‘ডুরান্ডের পরবর্তী পর্বে মোহনবাগান কোয়ালিফাই করতে পারবে কিনা এটা নিয়ে আমার প্রশ্ন রয়েছে। প্রশ্নচিহ্ন কিন্তু তৈরি হয়ে গিয়েছে । জানিনা সত্যি মোহনবাগান পরবর্তী পর্বে যাবে কিনা। প্রথম দুটো ম্যাচ জিতে থাকলে ভালো হত। দেখা যাক । যদিও আমরা আশাবাদী মোহনবাগান দলটাকে নিয়ে।’