সম্ভাবনা ক্রমে বাড়ছে। জেমি ম্যাকলারেন (Jamie Maclaren) মোহনবাগান সুপার জায়ান্টের আরো কাছে এসেছেন বলে মনে করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় করা হয়েছে বড় দাবি।
সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, জেমি ম্যাকলারেন ভারতীয় ক্লাবে যোগ দেওয়ার পথে রয়েছেন। সবুজ মেরুন শিবিরে তাঁর যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল। যদিও সই এখনও হয়নি। জেমির কাছে অন্য ক্লাবের অফারও রয়েছে। অস্ট্রেলিয়ান ফুটবল লিগের অন্যতম সেরা স্ট্রাইকার শেষ পর্যন্ত মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দেননি কি না সেটা এখনই নিশ্চিত নয়। জল্পনা অনুযায়ী সম্ভাবনা প্রবল হয়েছে।
Understand that departing Melbourne City stars Jamie Maclaren and Curtis Good are close to signing for Indian club ATK Mohun Bagan and Thai club Buriram United respectively.
— AussieScout (@scout_aussie) May 7, 2024
জেমি ম্যাকলারেনকে কেন্দ্র করে বিগত কয়েক দিন ধরেই তুমুল জল্পনা চলছে। কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পথে রয়েছেন তিনি। যোগ দেবেন নতুন কোনো ক্লাবে। কোন ক্লাবে? সেটাই প্রশ্ন। জেমিকে দলে নেওয়ার ব্যাপারে একাধিক ক্লাব আগ্রহী। মোহনবাগান সুপার জায়ান্টও আগ্রহী বলে শোনা যাচ্ছিল।
জেমি ম্যাকলারেনকে দলে নেওয়ার ব্যাপারে মোহনবাগান সুপার জায়ান্ট আগ্রহী। পেশাদারিত্বের ব্যাপারে মোহনবাগান সুপার জায়ান্ট ভারতের ফুটবল ক্লাবগুলোর মধ্যে অন্যতম সেরা। হেক্টর ইয়ুস্তে, জেসন কামিন্স, আর্মান্দো সাদিকুদের দলে নেওয়ার সময়েও চূড়ান্ত পেশাদারিত্ব বজায় রাখার চেষ্টা করা হয়েছিল।