রবিবার সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের পরবর্তী ম্যাচ খেলতে নামবে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে মেহরাজুদ্দিন ওয়াডুর মহামেডান স্পোর্টিং ক্লাব। সুপার সিক্সের ক্ষেত্রে এই ম্যাচ তেমন গুরুত্বপূর্ণ না হলেও নিজেদের ছন্দে ফেরানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে উভয় দলের। বলাবাহুল্য, ইন্ডিয়ান সুপার লিগের প্রথম লেগে মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে অমীমাংসিত ফলাফলে ম্যাচ শেষ করতে হয়েছিল লাল-হলুদ শিবিরকে। যদিও সেই ম্যাচে জোড়া হলুদ কার্ড দেখতে হয়েছিল দলের দুই তারকা ফুটবলারকে।
তারপরেও দলের পারফরম্যান্স নিঃসন্দেহে মন জয় করেছিল সকলের। কিন্তু এবার এই ম্যাচ জিতে সমর্থকদের মুখে হাসি ফোটানোই এখন অন্যতম লক্ষ্য ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজনের। সেইমতো গত কয়েকদিন ধরেই গোটা দলকে অনুশীলন করিয়েছেন তিনি। বিশেষ করে গত ম্যাচে ওয়েন কোয়েলের শক্তিশালী চেন্নাইয়িন এফসির কাছে বড় ব্যবধানে পরাজিত হওয়ার পর এই ডার্বি ম্যাচে লড়াই করা যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই জানেন সকলে। কিন্তু তবুও পড়শী ক্লাবকে পরাজিত করে নিজেদের পুরনো ছন্দে ফেরানোই অন্যতম লক্ষ্য থাকবে দিমিত্রিওস ডায়মান্তাকসদের।
তবে ম্যাচের আগেরদিন সেভাবে অনুশীলন করতে দেখা যায়নি জাতীয় দলের ফুটবলার নাওরেম মহেশ সিংকে। অন্যান্য ফুটবলারদের মতো এদিন দলের অনুশীলনে উপস্থিত থাকলেও মূলত টিম মিটিংয়ের পর ড্রেসিংরুমেই চলে গিয়েছিলেন দলের এই তারকা উইঙ্গার। সেখানেই কাটিয়েছেন অধিকাংশ সময়। যারফলে এই হাইভোল্টেজ ম্যাচের প্রথম থেকে আদৌও তাঁকে নামানো হবে কিনা সেই নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। অন্যদিকে, দলের আক্রমণভাগের শক্তি বাড়াতে দিমিত্রিওস ডায়মান্তাকসের পাশাপাশি ডেভিড লালহানসাঙ্গাকে নিয়ে ও বিশেষ অনুশীলন করান অস্কার ব্রুজন।
স্বাভাবিকভাবেই, আসন্ন এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়া ছাড়া যে আর কিছুই ভাবছেন না তা এক কথায় পরিষ্কার। শেষ পর্যন্ত আদৌও জয় আসে কিনা সেদিকেই এখন নজর থাকবে বাংলার ফুটবলপ্রেমীদের।