পোগবাকে সম্ভবত বিদায় জানাচ্ছে মোহনবাগান

অনেক ঢাক ঢোল পিটিয়ে কলকাতায় পা রেখেছিলেন ফ্লোরেন্টিন পোগবা (Florentin Pogba), যিনি আবার দুনিয়া কাঁপানো ফুটবলার পল পোগবার দাদা।সবুজ মেরুন ভক্তরা ভালো পারফরম্যান্সের আশা রেখেছিল…

Florentin Pogba

short-samachar

অনেক ঢাক ঢোল পিটিয়ে কলকাতায় পা রেখেছিলেন ফ্লোরেন্টিন পোগবা (Florentin Pogba), যিনি আবার দুনিয়া কাঁপানো ফুটবলার পল পোগবার দাদা।সবুজ মেরুন ভক্তরা ভালো পারফরম্যান্সের আশা রেখেছিল ফ্লোরেন্টিন পোগবার থেকে।

   

কিন্তু দেখা যাচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ(ISL) ২০২২-২৩ সেশনে বল যত গড়াচ্ছে তত বেশি করে ফ্লোরেন্টিন পোগবাকে ঘিরে ভক্তদের প্রত্যাশার ফানুস চুপসে যাচ্ছে। ৩২ বছরের ফ্লোরেন্টিন পোগবার বায়নাক্কা সামলাতে গিয়ে নাজেহাল অবস্থা টিম ম্যানেজমেন্টের এমন খবর গোড়া থেকেই ভেসে আসছিল।

এর পোগবার ওপর পড়তি পারফরম্যান্স গ্রাফ টিমে অনেকটা বোঝার মতো হয়ে দাঁড়িয়েছে টিম ম্যানেজমেন্টের কাছে।তাই সম্ভাবনা দেখা দিয়েছে যে,জানুয়ারি মাসের ফিফা উইন্ডোকে কাজে লাগিয়ে ATKমোহনবাগান টিম ম্যানেজমেন্ট ফ্লোরেন্টিন পোগবাকে রিলিজ দিতে পারে।সেক্ষেত্রে পোগবাকে রিলিজ দেওয়া হলে মেরিনার্সদের বিকল্প হিসেবে তিরি ক্রমশ সুস্থতার পথে।তাই প্রথমত, হামিল তিরি যুগলবন্দী, দ্বিতীয়ত,হুগো দিমিত্রি কম্বিনেশন সামনে আসতে পারে।

এখনই হুঠ করে এই ইস্যুতে ATKমোহনবাগান থিঙ্ক ট্যাঙ্ক কোনও সিদ্ধান্ত নিতে চাইছে না।সূত্রে খবর, আরও একটু নজর রেখে ফ্লোরেন্টিন পোগবার রিলিজ ইস্যুতে এগোতে চাইছে টিম ম্যানেজমেন্ট।