Mohun Bagan: বিদেশি নিয়ে এখনই তাড়াহুড়ো করবে না মোহনবাগান

চলতি মরসুম শেষ হওয়ার আগেই নতুন মরসুম নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। পরের মরসুমে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট কেমন দল গঠন করতে পারে, নতুন…

Mohun Bagan

চলতি মরসুম শেষ হওয়ার আগেই নতুন মরসুম নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। পরের মরসুমে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট কেমন দল গঠন করতে পারে, নতুন কোনও বিদেশি ফুটবলারকে দল সই করাবে কি না সে ব্যাপারে রয়েছে কৌতুহল।

এবারের মরসুমের শুরুতে মোহনবাগান সুপার জায়ান্টের কোচ ছিলেন হুয়ান ফেরান্দো। মরসুমের মাঝপথে তাঁকে বিদায় জানিয়ে কোচ করে নিয়ে আসা হয় অ্যান্টোনিও লোপেজ হাবাসকে। ক্লাব কোন ফুটবলারকে চূড়ান্ত করবে সেটা অনেকটা নির্ভর করে কোচের পছন্দের ওপর। ফেরান্দো নিজের পছন্দ অনুযায়ী ফুটবলার বেছে নিয়ে দল সাজিয়েছিলেন। হাবাস দায়িত্ব নেওয়ার পর স্কোয়াড থেকে ছেঁটে ফেলা হয়েছে হুগো বুমৌসকে। নিয়ে আসা হয় জনি কাউকোকে।

Advertisements

ইন্ডিয়ান সুপার লিগ এবং ভারতীয় ক্লাব ফুটবলে বিদেশি ফুটবলার এখনও ফ্যাক্টর। কোচ তাদের পরিকল্পনা অনুযায়ী বিদেশি ফুটবলার চয়ন করে থাকেন। এবারের মরসুম শুরু হওয়ার আগে মোহনবাগানের সেন্টার ব্যাক কে কে হবেন সে ব্যাপারে জল্পনা চলেছিল। স্লাভকো ড্যামজানোভিক না ব্র্যান্ডন হামিল?

ফেরান্দো বেছে নিয়েছিলেন হামিলকে। হাবাসও কি হামিলকে বেছে নিতেন? বলা মুশকিল। সবার ফুটবল দর্শন সমান হয় না। সমান হয় না বলেই এবার বিদেশি ফুটবলার বাছাই করা নিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট তাড়াহুড়ো করবে না বলেই মনে করা হচ্ছে।