CFL-এর অন্য দলের খেলার দিকেও নজর রাখতে পারে Mohun Bagan

কলকাতা ফুটবল লিগের (CFL) জন্য তৈরি হচ্ছে অংশ নিতে চলা সব দল। মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan) তৈরি করে রাখছে নিজেদের পরিকল্পনা। টুর্নামেন্টে বাগান কর্তারা…

mohun bagan

কলকাতা ফুটবল লিগের (CFL) জন্য তৈরি হচ্ছে অংশ নিতে চলা সব দল। মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan) তৈরি করে রাখছে নিজেদের পরিকল্পনা। টুর্নামেন্টে বাগান কর্তারা চোখ রাখতে পারেন অন্য দলের ম্যাচের দিকেও।

কলকাতা ফুটবল লিগ কিংবা ডুরান্ড কাপ মোহনবাগান সুপার জায়ান্টের জন্য প্রস্তুতির মঞ্চ হতে চলেছে। তবে ঘরোয়া লিগেও ভাল ফলাফল করতে চাইবে মোহনবাগান। সেই সঙ্গে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ নিয়েও গঙ্গা পারে তাঁবুতে তৈরি করা হচ্ছে নীল নকশা।

   

এবারের CFL-এ কি খেলবেন জবি জাস্টিন? জেনে নিন

২০২৩-২৪ মরসুমের আরএফডিএল-এর শুরুটা ভাল করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। শেষটা ভাল করতে পারেনি। রিজার্ভ দল থেকে একাধিক ফুটবলার জায়গা করে নিয়েছিলেন সিনিয়র স্কোয়াডে। সুহেল আহমেদ ভাট , রাজ বাস্ফোর, দীপেন্দু বিশ্বাস সহ আরও একাধিক ফুটবল নজর কেড়েছিলেন। কিন্তু সাফল্যই শেষ কথা। উঠতি ফুটবলাররা নজর কাড়লেও ক্লাবকে আশানুরূপ সাফল্য এনে দিতে পারেননি।

গতবারের কলকাতা ফুটবল লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে তরুণ তুর্কিদের প্রতি আস্থা রেখেছিল মোহনবাগান। চ্যাম্পিয়নশিপের দৌড়ে ছিল দল। শেষ পর্যন্ত শিবিরে আসেনি সিএফএল ট্রফি। হাতছাড়া হয়েছে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ সেরা হওয়ার সুযোগ।

DHFC: গোলের পর গোল, প্রত্যাশা বাড়াচ্ছে ডায়মন্ড হারবার এফসি

নিজেদের রিজার্ভ দলে ইতিমধ্যে একাধিক ফুটবলারকে নিশ্চিত করেছে বাগান। আরও একাধিক ফুটবলারের সংযোজন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই লক্ষ্যে কলকাতা ফুটবল লিগের অন্য দলের খেলার দিকেও নজর রাখতে পারে বাগান।