Mohun Bagan: এবার মোহনবাগানের নজরে এই কোস্টারিকান ফুটবলার

এবছর আইএসএল ট্রফি হাতছাড়া হয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস দলের। যা নিয়ে কিছুটা হলেও হতাশা রয়েছে সমর্থকদের মধ্যে। তবে ঘরের মাঠে মুম্বাই সিটি এফসিকে পরাজিত…

Oscar Duarte Mohun Bagan

এবছর আইএসএল ট্রফি হাতছাড়া হয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস দলের। যা নিয়ে কিছুটা হলেও হতাশা রয়েছে সমর্থকদের মধ্যে। তবে ঘরের মাঠে মুম্বাই সিটি এফসিকে পরাজিত করে টুর্নামেন্টের লিগশিল্ড জয় করেছে মেরিনার্সরা। সেই সুবাদে আগামী মরশুমে এএফসি চ্যাম্পিয়নস লিগে অংশগ্রহণ করবে এই ফুটবল ক্লাব। যা নিঃসন্দেহে বড়সড় পাওনা সমর্থকদের কাছে। পূর্বে এএফসি কাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে দল অংশ নিলেও প্রথমবার চ্যাম্পিয়নস লিগ খেলবে কলকাতা ময়দানের এই প্রধান। সেইমতো প্রস্তুতি শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট।

East Bengal: ‘ভাল দল’ গড়ছে ইস্টবেঙ্গল, হারলে দায় কার?

   

নতুন ফুটবলারদের সই করানো পাশাপাশি বেশ কিছু পুরনো ফুটবলারদের ছাড়তে চলেছে মোহনবাগান।এক্ষেত্রে অনেকটাই এগিয়ে রয়েছেন অস্ট্রেলিয়ান ফুটবলার জেমি ম্যাক্লারেন। এই সিজনে অস্ট্রেলিয়ার ফুটবল ক্লাব মেলবোর্ন সিটির হয়ে খেলেছেন তিনি। গোল করার পাশাপাশি গোল করানোর ক্ষেত্রেও যথেষ্ট সক্রিয় এই ফুটবলার। আগামী সিজেনের জন্য তাকে পেতে অলআউট ঝাঁপিয়েছে মেরিনার্সরা। বলতে গেলে কলকাতার এই প্রধানে অনেকটাই নিশ্চিত তিনি। এছাড়াও এক বিদেশী মিডফিল্ডারের দিকে নজর রয়েছে ম্যানেজমেন্টের। তিনি রাউজবেহ চেশমী। শোনা যাচ্ছে, ফিনল্যান্ডের তারকা ফুটবলার জনি কাউকোর পরিবর্তে দলে আসতে পারেন এই ইরানি ফুটবলার।

যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি বিষয়টি। তার মধ্যেই এবার উঠে আসল আরো এক ফুটবলারের নাম। মোহনবাগান সুপারজায়ান্টসের উইশ লিস্টে নাকি নাম রয়েছে কোস্টারিকান তারকা অস্কার ডুয়ার্তের (Oscar Duarte) নাম। এই মরশুমে সৌদির অন্যতম সক্রিয় দল আল ওয়াদার হয়ে খেলেছেন এই তারকা ডিফেন্ডার।

East Bengal: মাঝমাঠে এই কৌশল অবলম্বন করতে পারে ইস্টবেঙ্গল

রক্ষনভাগ সামাল দেওয়ার পাশাপাশি দুইটি গোল এবং একটি অ্যাসিস্ট ও রয়েছেন বছর চৌত্রিশের এই ফুটবলারের ঝুলিতে‌। বলাবাহুল্য, বেশকিছু মরশুম ধরেই নাকি এই ফুটবলারের দিকে নজর ছিল মেরিনার্সদের। কিন্তু শেষ পর্যন্ত তাকে চূড়ান্ত করা সম্ভব হয়নি। তবে বয়সের পাশাপাশি চোট সমস্যার কথা মাথায় রেখে মোহনবাগান আদৌ তাকে নিশ্চিত করে কিনা, সেটাই দেখার বিষয়।