Tuesday, October 14, 2025
HomeSports NewsMohun Bagan: দ্রুত বড় ঘোষণা করতে পারে মোহনবাগান

Mohun Bagan: দ্রুত বড় ঘোষণা করতে পারে মোহনবাগান

বড় ঘোষণা করতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। ক্লাবের পক্ষ থেকে দ্রুত ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। সবুজ মেরুন ব্রিগেডের প্রধান কোচ প্রসঙ্গ চলা জল্পনার অবসান হতে পারে খুব তাড়াতাড়ি।

Advertisements

আগামী মরসুমে মোহনবাগান সুপার জায়ান্টের কোচ কে হবেন সে ব্যাপারে জল্পনা চলছে বেশ কিছু দিন ধরে। কোচ হিসেবে লোপেজ হাবাসের থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু তিনি আদৌ কোচ হিসেবে কাজ চালিয়ে যাবেন কি না সে ব্যাপারে সংশয় রয়েছে। আর এই সংশয় থেকেই শুরু হয়েছে জল্পনা। ফুটবল প্রেমীদের একাংশের মধ্যে মোহনবাগানের আগামী দিনের সম্ভাব্য কোচ নিয়ে জারি রয়েছে আলোচনা।

Advertisements

Mohun Bagan: বড় সই সংবাদ দিল মোহনবাগান

হুয়ান ফেরান্দোর বদলে মোহনবাগান সুপার জায়ান্ট ভরসা রেখেছিলেন লোপেজ হাবাসের ওপর। ২০২৩-২৪ মরসুমের ট্রান্সফার উইন্ডোর পর থেকে তিনিই ছিলেন বাগানের হেড স্যার। দলকে সুপার কাপ জিততে সাহায্য করেছিলেন। আত্মবিশ্বাসী করে তুলেছিলেন ফুটবলারদের।

মরসুমের শেষের দিকে হাবাসের শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। বেশ কয়েকদিন মাঠের বাইরে থেকেছিলেন। হোটেলের ঘরে বসে করেছিলেন দরকারি কাজকর্ম। মোহনবাগান সুপার জায়ান্ট টিম ম্যানেজমেন্টের সঙ্গে তাঁর সম্পর্ক ভাল। পরের মরসুমেও হাবাসের কোচ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু চিন্তার কারণ হয়ে উঠেছে তাঁর বয়স ও স্বাস্থ্য।

দু-পায়ে ACL চোট, ফুটবল মাঠ থেকে হারিয়ে যাওয়ার আশঙ্কায় আকাশ

এমনটাও শোনা গিয়েছিল কোচ হিসেবে না হলে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে বাগানে থাকতে পারেন এই অভিজ্ঞ স্প্যানিশ কোচ। সেক্ষেত্রে অন্য কাউকে দেওয়া হতে পারে হেড কোচের দায়িত্ব। হাবাসের পরবর্তী সম্ভাব্য কিছু নামও মোহনবাগান কর্তারা ভেবে দেখেছেন বলে মনে করা হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments