Tuesday, October 14, 2025
HomeSports Newsহায়দরাবাদের বিপক্ষে এগিয়ে মোহনবাগান, গোল পেলেন অলড্রেড

হায়দরাবাদের বিপক্ষে এগিয়ে মোহনবাগান, গোল পেলেন অলড্রেড

সূচি অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় আইএসএলের পরবর্তী হোম ম্যাচ খেলতে নেমেছে মোহনবাগান (Mohun Bagan ) সুপার জায়ান্ট। যেখানে তাঁদের লড়াই করতে হচ্ছে দুর্বল হায়দরাবাদ এফসির সঙ্গে। প্রথমার্ধের শেষে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে ময়দানের এই প্রধান। সবুজ-মেরুন জার্সিতে এখনও পর্যন্ত গোল পেয়েছেন বাগান ডিফেন্ডার টম অলড্রেড। এছাড়াও ম্যাচের প্রথমদিকে আত্মঘাতী গোল করে বসেন স্টেফান সাপিচ। বলাবাহুল্য, ঘরের মাঠে ম্যাচ থাকায় এদিন প্রথম থেকেই যথেষ্ট আক্রমনাত্মক মেজাজে ধরা দিয়েছেন বাগান ফুটবলাররা।

Advertisements

যারফলে ম্যাচের সময় এগোনোর সাথে সাথেই সবুজ-মেরুন ঝড়ে কার্যত দিশেহারা হয়ে পড়ে প্রতিপক্ষের রক্ষণভাগ। ম্যাচের প্রথম কোয়ার্টারে লিস্টন কোলাসোদের আক্রমণ কোনও মতে সামাল দিয়েছিলেন হায়দরাবাদের গোলরক্ষক আর্শদীপ সিং। কিন্তু শেষ রক্ষা হয়নি। দলের বিদেশি ডিফেন্ডার স্টেফান সাপিচের গায়ে লেগে বল চলে যায় গোলের মধ্যে। যারফলে অনায়াসেই এগিয়ে যায় মোহনবাগান। তারপর থেকেই যথেষ্ট রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে দেখা গিয়েছিল অ্যালেক্স সাজিদের। তবে সুযোগ বুঝে পাল্টা আক্রমণ করতে ছাড়েননি মনোজ মহম্মদ থেকে শুরু করে এডমিলসন কোরিয়ার মতো ফুটবলাররা।

Advertisements

কিন্তু বারংবার আটকে যেতে হয় বাগানের জমাটবাঁধানো রক্ষণে। তারপর একটা সময় তুল্যমূল্য লড়াই শুরু হয়েছিল দুই দলের মধ্যে। কিন্তু সেটা বেশিক্ষণ বজায় থাকেনি। ৪১ মিনিটের মাথায় প্রতি আক্রমণে উঠে আসতে শুরু করেন লিস্টন কোলাসো থেকে শুরু করে জেমি ম্যাকলারেনরা। তারপর সুযোগ বুঝেই হায়দরাবাদ রক্ষণে হানা দেন টম অলড্রেড। তাঁর হেডেই আসে দ্বিতীয় গোল। তবে বল জালে জড়ানোর পর অফসাইড হিসেবে সেটিকে গন্য করেছিলেন ম্যাচ রেফারি হরিশ কুন্ডু। কিন্তু লাইন্স ম্যানের সঙ্গে কিছুক্ষণ আলোচনার পর সেটিকে গোল হিসেবে গন্য করেন তিনি।

সেই সুবাদেই প্রথমার্ধের শেষে দুইটি গোলের ব্যবধানে এগিয়ে ছিল মোহনবাগান। তবে ইতিমধ্যেই শুরু হয়েছে দ্বিতীয়ার্ধের ম্যাচ। প্রথমার্ধে গোলের দেখা না মিললেও দ্বিতীয়ার্ধে ব্যবধান কমিয়ে ম্যাচে ফিরে আসাই অন্যতম লক্ষ্য হায়দরাবাদ দলের। অপরদিকে ব্যবধান বাড়িয়ে জয় তুলে নিতে চান বাগান কোচ জোসে মোলিনা‌।

Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments