আলবার্তো ও জেমির দৌলতে ২-০ গোলে এগিয়ে মোহনবাগান

নির্ধারিত সূচি অনুযায়ী আজ আইএফএ শিল্ডের প্রথম ম্যাচ খেলতে নেমেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan vs Gokulam Kerala)। কিশোর ভারতী স্টেডিয়ামে তাঁদের লড়াই করতে হচ্ছে…

mohun-bagan-leads-2-0-gokulam-kerala-ifa-shield-2025-alberto-jamie-goals

নির্ধারিত সূচি অনুযায়ী আজ আইএফএ শিল্ডের প্রথম ম্যাচ খেলতে নেমেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan vs Gokulam Kerala)। কিশোর ভারতী স্টেডিয়ামে তাঁদের লড়াই করতে হচ্ছে আইলিগের শক্তিশালী ফুটবল ক্লাব গোকুলাম কেরালা এফসি। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ম্যাচের প্রথমার্ধ। যেখানে আপাতত ২-০ গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে কলকাতা ময়দানের এই প্রধান দল। দলের হয়ে এখনও পর্যন্ত গোল পেয়েছেন যথাক্রমে স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজ এবং অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। যারফলে অনেকটা চাপমুক্ত হয়েই ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরু করতে পারবে সবুজ-মেরুন।

Advertisements
Also Read |বিজেপি সাংসদের উপর হামলার ঘটনায় কেন্দ্রীয় তদন্তের আবেদন গ্রহণ কলকাতা হাইকোর্টের 

এদিন ম্যাচের আগে থেকেই গোকুলাম কেরালা এফসির থেকে ধারে ও ভারে ব্যাপক এগিয়েছিল মেরিনার্সরা। ম্যাচে ও তাঁর খুব একটা বদল হয়নি। প্রথম থেকেই আইলিগের এই শক্তিশালী দলের বিপক্ষে কার্যত আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় হোসে মোলিনার ছেলেদের। তবে অতুল উন্নিকৃষ্ণনদের দৌলতে রক্ষণভাগ কিছুটা জমাট বাঁধানো সম্ভব হলেও সেটা দীর্ঘস্থায়ী ছিল না। ‌ম্যাচের মাত্র ১১ মিনিটের মাথায় চলে আসে দলের সেই কাঙ্খিত গোল। ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনহোর ভাসানো বল হেড করে প্রতিপক্ষের গোলে ঠেলে দেন আলবার্তো রদ্রিগেজ।

বিজ্ঞাপন

যার কোনও জবাব ছিল না গোকুলামের কাছে। প্রতিপক্ষ দলের দুয়েক ফুটবলার সেই বল লক্ষ্য করে হেড দিতে উঠলেও আলবার্তোকে আটকানোর জন্য তা যথেষ্ট ছিল না। এই প্রথম গোল পাওয়ার পর যথেষ্ট আত্মবিশ্বাসের সাথে খেলতে দেখা যায় সবুজ-মেরুন ফুটবলারদের। তারপর ২৬ মিনিটের মাথায় চলে আসে দলের দ্বিতীয় গোল। এবার গোকুলামের গোল বক্সের সামনে চলে এসেছিলেন জেমি ম্যাকলারেন। আগত বল সোজা শট করে দূর থেকেই গোলে ঠেলে দেন এই অস্ট্রেলিয়ান তারকা। যা নিঃসন্দেহে মন জয় করেছে আপামর বাগান সমর্থকদের।

Also Read | আইএফএ শিল্ডের জন্য কাদের রেজিস্ট্রেশন করাল মোহনবাগান?

পরবর্তীতে আরও বেশ কয়েকবার গোলের সহজ সুযোগ পেয়েছিলেন এই তারকা। কিন্তু অফসাইডের জন্য বাতিল হয়ে যায় সেটি। তাহলে অনায়াসেই প্রথমার্ধে জোড়া গোল করে ফেলতেন এই বিদেশি ফরোয়ার্ড। তারপর নির্ধারিত ৪৫ মিনিটের পর অতিরিক্ত তিন মিনিট সংযুক্ত সময় যুক্ত করা হয়েছিল ম্যাচ রেফারির তরফে। যার মধ্যেই ফের চলে এসেছিল গোলের সুযোগ। কিন্তু কাজে লাগাতে পারেননি মনবীর সিং। শেষ লগ্নে প্রতি আক্রমণে উঠে এসে গোলের মুখ খোলার সুযোগ এসে গিয়েছিল গোকুলামের ফুটবলার এমিল বেলির কাছে। কিন্তু দক্ষতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে গোলরক্ষক বিশাল কাইথ।