চমক অলড্রেড-সাহাল! লিস্টনের গোলের রেশে মোলিনার তত্ত্বাবধানে অনুশীলনে বাগান

ডুরান্ড কাপ ২০২৫ অভিযান শুরেতেই জয় পেয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট শিবির। বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ৩-২ ব্যবধানে জয়…

Mohun Bagan Kicks Off Training Under Jose Molina Post Durand Cup Win, Aldred and Sahal Steal Spotlight

ডুরান্ড কাপ ২০২৫ অভিযান শুরেতেই জয় পেয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট শিবির। বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ৩-২ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় সবুজ-মেরুন ব্রিগেড। দলের জয়ে জোড়া গোল করে এবং এক গোল করিয়ে মূল ভূমিকা নেন লিস্টন কোলাসো। এদিন জয়ের রেশ কাটতে না কাটতেই শুক্রবার সকালে কলকাতার মাটিতে পা রাখেন ইন্ডিয়ান সুপার লিগ শিল্ড এবং কাপ জয়ী স্প্যানিশ হেড কোচ হোসে মোলিনা। তার সঙ্গে ছিলেন অভিজ্ঞ বিদেশি ডিফেন্ডার টম অলড্রেড ও কোচিং স্টাফের অন্যান্য সদস্যরা।

নতুন মরসুমের শুরুতেই এমন খবরেই উৎসাহে ফুটছে মেরিনার্স সমর্থকরা। বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন শতাধিক সমর্থক, যাঁরা করতালি ও সবুজ-মেরুন পতাকায় বরণ করে নেন তাঁদের নতুন হেড কোচ ও বিদেশি তারকাদের।

   

দলের সঙ্গে কলকাতায় এসে পৌঁছেছেন গোলরক্ষক কোচ ফ্রান্সিসকো হোসে মার্টিনেজ, সহকারী কোচ ইগর ও ফিটনেস কোচ সের্জিও। শহরে পা রেখেই দলের তৎপরতা চূড়ান্ত পর্যায়ে। আর প্রথম ম্যাচের ২৪ ঘণ্টার মধ্যেই ঘরের মাঠ, ক্লাব তাঁবুতে মরসুমের প্রথম অনুশীলনে নামল মোহনবাগান দল। মূলত হালকা শরীরচর্চা দিয়ে শুরু হয় প্রস্তুতি। তবে অনুশীলনের শেষদিকে ধরা দেয় আরও বড় চমক দলের অন্যতম আকর্ষণীয় ভারতীয় মিডফিল্ডার সাহাল আব্দুল সামাদও এদিন অনুশীলনে অংশ নেন। প্রসঙ্গত গতকালই তিনি শহরে এসেছেন।

প্রথম দিনের অনুশীলনে দেখা গেল শুভাশীষ বোস, অনিরুদ্ধ থাপা, মনবীর সিং, লিস্টন কোলাসো সহ বেশ কয়েকজন ভারতীয় তারকাকে। যদিও এদিন তাঁদের ঘিরে আগ্রহ ছিল চোখে পড়ার মতো। ফুটবলাররা অনুশীলনে নামার আগে মাঠের ধারে উপস্থিত সমর্থকেরা হাততালি ও স্লোগানে স্বাগত জানান ফুটবলার ও কোচদের। সবশেষে সবুজ-মেরুন রংয়ের মশাল জ্বালিয়ে উচ্ছ্বাসে মাতেন।

Advertisements

আগামী ৪ আগস্ট ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে নামবে মোহনবাগান। সেই ম্যাচে অলড্রেডকে প্রথম একাদশে দেখা যাবে কিনা, তা এখনও নির্ধারিত নয়। তবে কোচিং স্টাফ মনে করছে বড় ম্যাচে তাঁর অভিজ্ঞতা ও হেডিং ক্ষমতা কাজে আসবে। দলের স্প্যানিশ কোচ মোলিনাও অলড্রেডের রক্ষণভাগের উপস্থিতি নিয়ে যথেষ্ট আশাবাদী।

এরই মধ্যে শনিবার সকালে কলকাতায় আসছেন দলের আরেক স্প্যানিশ তারকা আলবার্তো রদ্রিগেজ। এরপরে একে একে বিদেশি ফুটবলাররা দলে যোগ দেবেন বলেই জানা গিয়েছে ক্লাব সূত্রে। ফলে আগস্টের প্রথম সপ্তাহ থেকেই সম্পূর্ণ স্কোয়াড নিয়ে জোরকদমে মরসুমের প্রস্তুতি শুরু করবে সবুজ-মেরুন ব্রিগেড।