Mohun Bagan Kick Off: মঙ্গলেই এসিএল শুরু বাগানের, রবিবার থেকেই মিলছে অফলাইন টিকিট

ডুরান্ড কাপ এখন অতীত। আগামী ১৬ই সেপ্টেম্বর থেকে এএফসি চ্যাম্পিয়নস লিগ টুয়ের অভিযান শুরু করছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। শেষ সিজনে আন্তর্জাতিক…

Durand Cup 2025 quarter final Mohun Bagan SG vs East Bengal in Kolkata Derby ticket date and distribution details

ডুরান্ড কাপ এখন অতীত। আগামী ১৬ই সেপ্টেম্বর থেকে এএফসি চ্যাম্পিয়নস লিগ টুয়ের অভিযান শুরু করছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। শেষ সিজনে আন্তর্জাতিক ক্ষেত্রে ডামাডোল পরিস্থিতির জন্য খুব একটা সুবিধা করতে পারেনি সবুজ-মেরুন। সেইমতো বহু আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন স্প্যানিশ কোচ হোসে মোলিনা। ভারতীয় ফুটবলারদের পাশাপাশি জেমি ম্যাকলারেন ও জেসন কামিন্সের মতো ফুটবলাররা ও রয়েছেন বর্তমানে দারুন ছন্দে। এছাড়াও কিছুদিন আগেই শহরে এসেছেন রবসন রবিনহো‌। তাঁর উপর বিশেষ প্রত্যাশা থাকবে সকলের। প্রথম থেকেই নিজেকে মেলে ধরতে চাইবেন এই ব্রাজিলিয়ান।

Also Read |  Asia Cup 2025: আবুধাবিতে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে অভিযান শুরু শ্রীলঙ্কার

   

সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে তাঁদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ হিসেবে রয়েছে আহাল এফসি। লড়াইটা যে সহজ হবে না সেটা বলাই চলে। সেইকথা মাথায় রেখেই খেলোয়াড়দের সব রকম ভাবে প্রস্তুত করেছেন বাগান কোচ। পাশাপাশি আন্তর্জাতিক টুর্নামেন্ট শুরু করার আগে নিজেদের শক্তি পরোখ করে নেওয়ার জন্য কিছুদিন আগেই এফসি গোয়ার মতো শক্তিশালী দলের সঙ্গে ক্লোজড ডোর ম্যাচ খেলেছে সবুজ-মেরুন। এবার শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিয়ে ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলার অপেক্ষা। এখন সেদিকেই নজর রয়েছে আপামর বাগান জনতার।

Also Read | Bengaluru FC: সিনিয়র দলের বেতন চালু করল বেঙ্গালুরু, কবে থেকে শুরু অনুশীলন?

Advertisements

এসবের মাঝেই এবার অফলাইন টিকিট বিক্রি নিয়ে বিবৃতি জারি করল মোহনবাগান। সেই অনুযায়ী ১৪ই সেপ্টেম্বর অর্থাৎ রবিবার থেকেই মোহনবাগান ক্লাব টেন্টে দেওয়া হবে এই হাইভোল্টেজ ম্যাচের টিকিট। আগামী ১৬ই সেপ্টেম্বর অর্থাৎ ম্যাচের দিন পর্যন্ত ক্লাবে এসে টিকিট সংগ্রহ করতে পারবেন সমর্থকরা। ঘোষণা অনুযায়ী সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যেকোনো সময়ে ক্লাবে এসে টিকিট সংগ্রহ করতে পারবেন সমর্থকরা। এছাড়াও অনলাইন টিকিট রিডমশন করার কথাও উল্লেখ করা হয়েছে এই বিবৃতিতে।

সেই অনুযায়ী ১৪ই সেপ্টেম্বর থেকে একেবারে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনের ৪ নম্বর গেটের ২ নম্বর বক্স অফিস থেকে অনলাইন টিকিট তুলতে পারবেন সমর্থকরা। এক্ষেত্রে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা বেজে তিরিশ মিনিট পর্যন্ত মিলবে এই পরিষেবা। পাশাপাশি নিজেদের প্রয়োজনে অফলাইন টিকিট ও সংগ্ৰহ করা যাবে এখান থেকে।