গত সিজন থেকেই মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে খেলছেন জেমি ম্যাকলারেন। শুরুটা খুব একটা ভালো না হলেও ধীরে ধীরে দুরন্ত ছন্দে ধরা দিয়েছিলেন এই অজি তারকা। পরবর্তীতে তাঁর সাথে পাল্লা দিয়েই নিজের পুরনো ছন্দে ফিরে আসেন জেসন কামিন্স। খুব একটা পিছিয়ে থাকেননি দিমিত্রি পেত্রাতোস। যারফলে গতবার লিগ কাপের পাশাপাশি শিল্ড ও এসেছিল সবুজ-মেরুন। এই অনবদ্য সাফল্যের সুবাদেই এবার এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ে খেলার ছাড়পত্র পায় মোহনবাগান। গতবার খুব একটা সুবিধা করা সম্ভব না হলেও এবার সেই হতাশা কাটিয়ে নিজেদের প্রমাণ করার চ্যালেঞ্জ বাগানের।
তবে প্রথম ম্যাচে ঘরের মাঠে হাড্ডা হাড্ডি লড়াই করেও পরাজিত হতে হয়েছিল তুর্কমেনিস্তানের ফুটবল দল আহাল এফকের কাছে। যা নিঃসন্দেহে অবাক করেছিল সকলকে। তারপর আগামী ৩০শে সেপ্টেম্বর ইরানের শক্তিশালী ফুটবল ক্লাব সেপাহান এফসির বিরুদ্ধে ম্যাচ ছিল হোসে মোলিনার ছেলেদের। ইরানে অ্যাওয়ে ম্যাচে থাকায় প্রথম থেকেই দলের যাওয়া নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা। বিশেষ করে তিন অস্ট্রেলিয়ান ফুটবলারের পাশাপাশি টম অলড্রেডের মতো তারকার যাওয়া প্রথম থেকেই অনিশ্চিত ছিল। তবে শোনা যাচ্ছিল যে চার বিদেশিকে ভারতে রেখেই হয়তো ইরান উড়ে যাবে গোটা দল।
কিন্তু শেষ পর্যন্ত ম্যানেজমেন্টের তরফে বাতিল করা হয় ইরান যাত্রা। যা ভালোভাবে নেয়নি সমর্থকরা। এসবের মাঝেই এবার গুগলের তথ্য নিজের সোশ্যাল সাইটে শেয়ার করেন জেমি ম্যাকলারেন। যেখানে দেখা যায় যে অস্ট্রেলিয়ানদের ইরানে যাওয়ার কথা জিগ্যেস করা হয়েছে গুগুলকে। তার উত্তরে গুগল জানায়, ইহুদি-বিরোধী অপরাধের অভিযোগে অস্ট্রেলিয়া ইরানের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার পর, অস্ট্রেলিয়ানরা বর্তমানে ইরান ভ্রমণ করতে পারবেন না। কারণ তাদের অবিলম্বে দেশ ত্যাগ করার জন্য সরকারি পরামর্শ দেওয়া হয়েছে। তেহরানে অস্ট্রেলিয়ান দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন অঞ্চল থেকে অস্ট্রেলিয়ানদের ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে, যদিও বিমান পরিষেবা বন্ধ করে দেওয়ায় একটি চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
অপরদিকে, গোটা বিষয়টি সমাধানের জন্য সিএএসের দ্বারস্থ হয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। পরবর্তীতে কি সিদ্ধান্ত আসে তাদের তরফে সেদিকেই তাকিয়ে থাকবে আপামর মোহন জনতা।
❓ FAQs
Q1. কেন মোহনবাগান ইরানে যাচ্ছে না?
👉 দলের একাধিক বিদেশি খেলোয়াড় অস্ট্রেলিয়া ও আমেরিকার পাসপোর্টধারী হওয়ায় ভিসা সমস্যায় পড়েছে। পাশাপাশি নিরাপত্তাজনিত কারণও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
Q2. জেমি ম্যাকলারেন গুগল থেকে কী তথ্য শেয়ার করেছেন?
👉 তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন যে অস্ট্রেলিয়ান নাগরিকরা বর্তমানে ইরান ভ্রমণ করতে পারবেন না, কারণ অস্ট্রেলিয়ার সরকার নিরাপত্তা সতর্কবার্তা জারি করেছে এবং তেহরানের দূতাবাস বন্ধ করা হয়েছে।
Q3. কোন ম্যাচে খেলতে ইরান যেতে পারছে না মোহনবাগান?
👉 ৩০শে সেপ্টেম্বর এএফসি চ্যাম্পিয়নস লিগে সেপাহান এফসির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচটি খেলতে যাচ্ছে না মোহনবাগান।
Q4. ম্যানেজমেন্ট এর সমাধান কীভাবে খুঁজছে?
👉 মোহনবাগান ম্যানেজমেন্ট কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস (CAS)-এর দ্বারস্থ হয়েছে ন্যায্য সমাধানের জন্য।
Q5. অস্ট্রেলিয়ান ফুটবলাররা কারা মোহনবাগানে রয়েছেন?
👉 জেমি ম্যাকলারেন, জেসন কামিন্স এবং দিমিত্রি পেত্রাতোসের পাশাপাশি টম অলড্রেডও অস্ট্রেলিয়ান পাসপোর্টধারী।
Q6. সমর্থকদের প্রতিক্রিয়া কী?
👉 সমর্থকরা হতাশ হলেও বেশিরভাগই নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্তকে মেনে নিচ্ছেন।
🔑 Jamie Maclaren Iran ban, Mohun Bagan Sepahan match, AFC Champions League 2025 news, Australian passport Iran travel restriction, Mohun Bagan CAS appeal