বিগত কয়েক মরসুম ধরে দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। গত সিজনে একের পর এক হেভিওয়েট দলকে পরাজিত করে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল লিগ কাপ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি লিগ শিল্ড ও জয় করেছিল ময়দানের এই প্রধান।
যা নিঃসন্দেহে বড়সড় পাওনা ছিল সকলের কাছে। এই অভূতপূর্ব সাফল্যের দরুন এবার ও এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ে খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছিল মোহনবাগান। যদিও পরবর্তীতে দেখা দিয়েছিল ব্যাপক জটিলতা। সেই হতাশা কাটিয়ে এবার সাফল্যের মধ্যে দিয়েই মরসুম শুরু করার পরিকল্পনা ছিল সকলের।
আইএসএলের কথা মাথায় রেখে তিন ভারতীয় ফুটবলারকে দলে টানছে ইন্টার কাশী
প্রথম দিকটা খুব একটা সুখকর না থাকলেও ধীরে ধীরে ছন্দে ফিরেছিল সবুজ-মেরুন। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে পরাজিত হতে হয়েছিল পড়শী ক্লাব ইস্টবেঙ্গলের কাছে। যেটা নিঃসন্দেহে বিরাট বড় হতাশা ছিল সকলের কাছেই।
তবে সেই ধাক্কা কাটিয়ে শীঘ্রই ঘুরে দাঁড়াতে তৎপর ছিল ময়দানের এই প্রধান। সেক্ষেত্রে খুব একটা অপেক্ষা করতে হয়নি। পরবর্তীতে ঐতিহাসিক আইএফএ শিল্ডে এসেছিল চূড়ান্ত সাফল্য। গোকুলাম কেরালা থেকে শুরু করে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের মত দলকে হারিয়ে অনায়াসেই তাঁরা স্থান করেছিল ফাইনালে।
যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল অস্কার ব্রুজোর ইস্টবেঙ্গল। সম্পূর্ণ সময় শেষের অমীমাংসিত ফলাফল থাকলেও শেষ পর্যন্ত টাইব্রেকার বদলে দিয়েছিল সমস্ত কিছু। সেখানেই বাজিমাত করেছিল মেহেতাব সিংরা।যারফলে সিজনের প্রথম ট্রফি আসে ঘরে।
কিন্তু পরবর্তীতে সেই ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়নি। সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপ নিয়ে ব্যাপক প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত আটকে যেতে হয়েছিল গ্রুপ পর্বে। যেটা ভালোভাবে নেয়নি সমর্থকরা। সেই ধাক্কা কাটিয়ে এবার আসন্ন প্রথম ডিভিশন লিগে সাফল্যের ধারা বজায় রাখতে মরিয়া সার্জিও লোবেরার ছেলেরা।
হাতে মাত্র কিছু সপ্তাহ। তারপরই শুরু হয়ে যাবে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল। গতবারের চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এবার প্রথম ম্যাচ মোহনবাগানের খেলা কার্যত নিশ্চিত। কিন্তু কাদের বিপক্ষে খেলবে ময়দানের এই প্রধান? সেক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে কেরালা ব্লাস্টার্সের নাম। শোনা যাচ্ছে, সব ঠিকঠাক থাকলে আগামী ১৪ই ফেব্রুয়ারি মোহনবাগান বনাম কেরালা ম্যাচ দিয়েই শুরু হতে পারে আইএসএল।
