২৯ জুলাই কাদের সম্মানিত করছে মোহনবাগান? জানুন

গত ১৯১১ সালের ২৯ শে জুলাই ব্রিটিশ ফুটবল দলকে পরাজিত করে আইএফএ শিল্ড জয় করেছিল মোহনবাগান (Mohun Bagan)। যা বাঙালির গৌরব। পরবর্তীতে এই সাফল্যের সম্মানে…

Logo of Mohun Bagan Super Giant, featuring a stylized lion's head and star motif

গত ১৯১১ সালের ২৯ শে জুলাই ব্রিটিশ ফুটবল দলকে পরাজিত করে আইএফএ শিল্ড জয় করেছিল মোহনবাগান (Mohun Bagan)। যা বাঙালির গৌরব। পরবর্তীতে এই সাফল্যের সম্মানে ফি বছর পালিত হয়ে আসছে ‘মোহনবাগান দিবস।’ যার অপেক্ষায় থাকেন সবুজ-মেরুন অনুরাগীরা। বর্তমানে সেই নিয়েই চরম ব্যস্ততা ক্লাব তাঁবুতে।

   

এই দিনের কথা মাথায় রেখেই বৃহস্পতিবার কার্যকরী কমিটির বৈঠক ডাকা হয় ক্লাবে। সেখানেই যাবতীয় অনুষ্ঠানের পাশাপাশি উঠে আসে এবারের পুরষ্কার প্রাপকদের নাম। সেই অনুযায়ী এবার মোহনবাগান রত্নে সম্মানিত হতে চলেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে প্রয়াত বিমল মুখার্জীর পরিবারের হাতে।

এছাড়াও মোহনবাগানের সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ান তারকা দিমিত্রি পেট্রতোস। সেরা তরুণ ফুটবলার সুহেল ভাট, সেরা ফরোয়ার্ড মনবীর সিং, সেরা ক্রিকেটার অবলীন ঘোষ, সেরা স্পোর্টস অফিসিয়াল সৌরভ পাল, সেরা স্পোর্টস জার্নালিস্ট দেবাশীষ দত্ত, সেরা অ্যাথলিট করুনাময়ী মাহাতো। তাদের প্রত্যেকের হাতেই পুরষ্কার তুলে দেওয়া হবে মোহনবাগান দিবসে।

Mohun Bagan: ডাফি পারেননি, সবুজ-মেরুনে ট্রফি আনতে পারবেন গ্রেগ?

কিন্তু সেখানেই শেষ নয়। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সেরা সমর্থক ও সেরা রেফারি নির্বাচিত করা হয়েছে। সেই অনুযায়ী পুরষ্কার পেতে চলেছেন বাপি মাজি এবং অজয় পাসওয়ান। সেরা সমর্থক হিসেবে সম্মানিত হতে চলেছেন এই দুইজন। পাশাপাশি সেরা রেফারি মনোনিত হয়েছেন দিলীপ সেন।