আগামী ৩০শে সেপ্টেম্বর এএফসি চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে মোহনবাগান। যেখানে তাঁদের লড়াই করতে হবে ইরানের শক্তিশালী দল সেপাহন এফসির সঙ্গে। আহাল ম্যাচের তুলনায় এবার অনেক বেশি কঠিন হতে চলেছে এই ম্যাচ। সেটা ভালো মতই জানেন দলের সকল ফুটবলাররা। একদিকে যেমন নিজেদের ঘরের মাঠে প্রথম ম্যাচে পয়েন্ট নষ্ট করেছে মোহনবাগান, অন্যদিকে ঠিক তেমনভাবেই প্রথম ম্যাচে পয়েন্ট খুইয়েছে সেপাহন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেদের ঘরের মাঠে মোহনবাগানকে পরাজিত করে টুর্নামেন্টে ছন্দ পেতে চাইবে ইরানের দলটি। অন্যদিকে,
সীমিত শক্তি নিয়ে জয় পাওয়ার লক্ষ্য মোলিনার।
কিন্তু এক্ষেত্রে বহু আগে থেকেই বিদেশি ফুটবলারদের ভিসাগত সমস্যা যথেষ্ট চিন্তায় রেখেছিল সকলকে। আসলে মোহনবাগানে এমন চারজন ফুটবলার রয়েছেন যারা অস্ট্রেলিয়া এবং আমেরিকার ভিসা নিয়ে ভারতে এসেছেন। যাদের মধ্যে রয়েছেন টম অলড্রেড, দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিন্স এবং জেমি ম্যাকলারেন। পূর্বেই জানা গিয়েছিল যে আন্তর্জাতিক পরিস্থিতি অনুসারে এই উভয় দেশের পাসপোর্ট নাগরিক কোনোভাবেই ইরানের ভিসার জন্য আবেদন করতে পারবেন না। সেক্ষেত্রে পরবর্তীতে নিজেদের দেশে ফেরার ক্ষেত্রে দেখা দিতে পারে জটিলতা। এই পরিস্থিতি নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরেই চরম উদ্বেগ দেখা গিয়েছিল বাগানে শিবিরে।
তবে শুধুমাত্র এই চর ফুটবলার নয়। এখন শোনা যাচ্ছে ইরানে যেতে নাকি রাজি নয় রবসন রবিনহোর পাশাপাশি আলবার্তো রদ্রিগেজের মতো ফুটবলাররা। দলের এই সিংহভাগ ফুটবলারকে ভারতে রেখে ইরান উড়ে গেলে দলের পারফরম্যান্সে যে প্রভাব আসবে সেটা ভালো মতোই জানা সকলের। দিনকয়েক আগেই জানা গিয়েছিল যে এএফসিকে এই ম্যাচের ভেন্যু বদলের আর্জি জানিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে ইরানে ভিসাগত সমস্যা যে খুব একটা হবে না সেটার ও ইঙ্গিত মিলেছিল ব্যাপকভাবে। কিন্তু তারপরেও এখনও স্পষ্ট নয় সবুজ-মেরুনের ইরান যাত্রার বিষয়টি।
এসবের মাঝেই শুক্রবার গভীর রাতে ক্লাবের গেটে প্রতিবাদী ব্যানার লাগায় সমর্থকদের একাংশ। যেখানে লেখা ” নো কম্প্রোমাইজ উইথ কন্টিনেন্টাল গ্লোরী। আর ফেস দ্যা হেট।” হ্যাস ট্যাগ এসিএলটু, আইএফএ শিল্ড, সুপার কাপ। জানা গিয়েছে মেরিনার্স দ্যা এক্সট্রিমের তরফে লাগানো হয়েছিল সেই প্রতিবাদী ব্যানার। যা নিয়ে সরগরম ময়দান।
❓ FAQs
Q1. মোহনবাগানের ইরান যাত্রা নিয়ে কেন ধোঁয়াশা তৈরি হয়েছে?
👉 বিদেশি ফুটবলারদের ভিসা সমস্যা এবং কয়েকজন খেলোয়াড়ের অনীহার কারণে ধোঁয়াশা তৈরি হয়েছে।
Q2. কোন কোন ফুটবলারদের ইরান ভিসা নিয়ে সমস্যা হচ্ছে?
👉 অস্ট্রেলিয়া ও আমেরিকার পাসপোর্টধারী টম অলড্রেড, দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিন্স এবং জেমি ম্যাকলারেন।
Q3. আর কোন খেলোয়াড় নাকি ইরান যেতে রাজি নন?
👉 রবসন রবিনহো ও আলবার্তো রদ্রিগেজের নামও শোনা যাচ্ছে।
Q4. মোহনবাগান কি এএফসির কাছে ভেন্যু পরিবর্তনের আবেদন করেছিল?
👉 হ্যাঁ, তবে এখনও পর্যন্ত বিষয়টি চূড়ান্ত হয়নি।
Q5. সমর্থকদের প্রতিবাদী ব্যানারে কী লেখা ছিল?
👉 “No compromise with continental glory. Face the hate.”—এমন বার্তা লেখা ছিল।
Q6. এই প্রতিবাদী ব্যানার কারা লাগিয়েছিল?
👉 ‘Mariners The Extreme’-এর তরফে ব্যানার লাগানো হয়েছে।
Q7. ম্যাচটি কবে এবং কার বিরুদ্ধে?
👉 ৩০শে সেপ্টেম্বর, প্রতিপক্ষ ইরানের শক্তিশালী সেপাহন এফসি।
🔑 Mohun Bagan vs Sepahan, ACL 2025 visa issue, Mohun Bagan foreign players, Mariners protest banner, Iranian visa problem football