Mohun Bagan: ডেভলপমেন্ট লিগে বড় ব্যবধানে জয় সবুজ-মেরুনের 

গতবারের মতো এবারও রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট (RFDL) লিগে ব‌্যাপক ছন্দে রয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan)। তবে এই মরশুমে প্রথমদিকে অ্যাডামসের মতো টিমের কাছে আটকে যেতে…

Mohun Bagan: ডেভলপমেন্ট লিগে বড় ব্যবধানে জয় সবুজ-মেরুনের 

গতবারের মতো এবারও রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট (RFDL) লিগে ব‌্যাপক ছন্দে রয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan)। তবে এই মরশুমে প্রথমদিকে অ্যাডামসের মতো টিমের কাছে আটকে যেতে হলেও পরবর্তীতে সময় যত এগিয়েছে ততই ছন্দে ফিরেছে দল। এবার তারা পরাজিত করল আইএসএলের দল ওডিশা এফসিকে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ ঘরের মাঠে তারা মুখোমুখি হয়েছিল শক্তিশালী ওডিশা দলের বিপক্ষে। শেষ পর্যন্ত ৭-০ গোলের বিরাট ব্যবধানে আসল জয়। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে দলের ফুটবলারদের।

আজ সবুজ-মেরুনের জার্সিতে জোড়া গোল পান সেরটো। এছাড়াও দুটো করে গোল পান ফারদিন আলী মোল্লা ও সুহেল ভাট। একটি মাত্র গোল আসে এঙ্গসনের সক্রিয়তায়। 

আজ শুরু থেকেই যথেষ্ট আক্রমনাত্মক থাকতে দেখা গিয়েছিল সবুজ-মেরুন ফুটবলারদের। মাঝে প্রতিপক্ষ দলের তরফ থেকে কিছুটা চাপ বাড়ানো হলেও বাগান রক্ষনভাগে তাদের ধরাশায়ী হতে হয়েছে বারংবার। এছাড়াও গোলের সুযোগ তৈরি করা হলেও তা আদতে কাজে লাগানো সম্ভব হয়নি জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাবের পক্ষে।

Advertisements

অন্যদিকে, সুযোগ বুঝে মাঝমাঠ থেকে আক্রমণ শানিয়ে গোল তুলে নিতে কোনো ভুল করেনি বাগান শিবির। যারফলে, অনায়াসেই তিনটে পয়েন্ট এসেছে তাদের ঝুলিতে। এই জয়ের ফলে, এবারের এই ডেভেলপমেন্ট লিগের ইস্টজোনের কোয়ালিফায়ারে অনেকটাই সুবিধা পেল বাস্তব রায়ের ছেলেরা। 

গতবার পড়শি ক্লাব ইমামি ইস্টবেঙ্গলের কাছে পরাজিত হয়ে ইস্টজোন থেকে রানার্স হয়ে পরবর্তী রাউন্ড খেলতে হয়েছিল মোহনবাগানকে। সেখান থেকে পরবর্তী রাউন্ড। চূড়ান্ত সাফল্য না আসলেও নেক্সটজেন কাপের মতো টুর্নামেন্ট খেলার সুযোগ ছিল তাদের কাছে। তবে এবার নিজেদের সমস্ত ভুল ত্রুটি শুধরে নিয়ে খেতাব জয় করাই অন্যতম উদ্দেশ্য বাগান ব্রিগেডের।