HomeSports NewsMohun Bagan: চোট সমস্যায় বাগানের বিদেশি ফুটবলার

Mohun Bagan: চোট সমস্যায় বাগানের বিদেশি ফুটবলার

- Advertisement -

মরসুম শুরু হতে না হতেই মোহন বাগান (Mohun Bagan)সুপার জায়ান্টে চোট সমস্যা। এমনিতে ফুটবলাররা ফিটনেসের চূড়ায় এখনও পৌঁছাননি। তার ওপর আবার চোট সমস্যায়। চোটের কবলে পড়েছেন মোহন বাগান সুপার জায়ান্টের এক বিদেশি ফুটবলার।

আশঙ্কার মেঘ জমতে শুরু করেছে মোহন বাগান সুপার জায়ান্টের বিদেশি ফুটবলার ব্র্যান্ডন হামিলকে কেন্দ্র করে। শোনা যাচ্ছে অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাকের চোট খুব একটা হালকাভাবে নেওয়ার মতো নয়। দলের সঙ্গে অনুশীলন করতে সম্প্রতি তাকে দেখা যায়নি। কিছু খোঁড়াতে দেখা গিয়েছে বাগান ডিফেন্সের অন্যতম প্রধান এই ফুটবলারকে।

   

AFC প্রতিযোগিতার মূল পর্বে প্রবেশ করার আগে। বাংলাদেশের ঢাকা আবাহনীর বাধা অতিক্রম করতে হয়েছিল মোহন বাগান সুপার জায়ান্টকে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে ছিলেন না ব্র্যান্ডন হামিল। রিজার্ভ বেঞ্চেও রাখা হয়নি তাকে। মাত্র একদিনের ব্যবধানে শিবিরে সঙ্গে যোগ দেওয়া নবাগত বিদেশি হেক্টর ইয়ুস্তেকে মাঠে নামানো হয়েছিল শুরু থেকে। নিরাশ করেননি অভিজ্ঞ হেক্টর। আবাহনীর বিরুদ্ধে বড় ব্যবধানে জিতেছে দল। যদিও একটি গোল হজম করতে হয়েছিল।

আগামী দিনে একের পর এই হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামবে মোহন বাগান সুপার জায়ান্ট। Durand Cup-এর কোয়ার্টার ফাইনালে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে তাদের খেলতে হবে। আশঙ্কা করা হচ্ছে হামিলের চোট হয়তো গুরুতর। কবে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে নামতে পারবেন সে ব্যাপারে এখনই হলফ করে কিছু বলা যাচ্ছে না। তিনি ফিট না হওয়া পর্যন্ত হেক্টর ইয়ুস্তের কাঁধে থাকবে গুরু দায়িত্ব।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular