AFC Champions League: বাগান-আহাল ম্যাচ শেষে বাড়ি ফিরতে মিলবে বিশেষ বাস-মেট্রো

১৬ সেপ্টেম্বর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ (AFC Champions League Two) ২০২৫-২৬ মরসুমে যাত্রা শুরু করবে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। নিজেদের ঘরের মাঠে টুর্নামেন্টের…

Mohun Bagan Day 2025: Extra Transport Services Ensure Hassle-Free Return for Fans, Says Srinjoy Bose

১৬ সেপ্টেম্বর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ (AFC Champions League Two) ২০২৫-২৬ মরসুমে যাত্রা শুরু করবে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। নিজেদের ঘরের মাঠে টুর্নামেন্টের গ্রুপ সি’র প্রথম ম্যাচেই তারা মুখোমুখি হচ্ছে তুর্কমেনিস্তানের শক্তিশালী ক্লাব এফকে আহালের (Ahal FK) বিরুদ্ধে। সেই ম্যাচ মাঠে দেখতে আসবেন হাজারো বাগান সমর্থক। ম্যাচ শেষে সমর্থকদের যাতায়াতের জন্য বিশেষ সুবিধা করল মোহনবাগান।

গত মরসুমে ইন্ডিয়ান সুপার লিগে (ISL) শিল্ড এবং কাপ, দুটিই নিজেদের ঘরে তুলেছিল সবুজ-মেরুন শিবির। সেই সুবাদেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’তে সরাসরি জায়গা করে নেয় তারা। এবার লক্ষ্য আরও বড় মঞ্চে নিজেদের প্রমাণ করা। ঘরের মাঠে প্রথম ম্যাচ হওয়ায় সুবিধা রয়েছে বাগান ব্রিগেডের দিকে।

   

শুক্রবার মধ্যরাতে কলকাতায় পা রেখেছে এফকে আহাল। আগেও তুর্কমেনিস্তানের ক্লাবগুলি কলকাতার মাঠে খেলতে এসেছে। এএফসি চ্যালেঞ্জ কাপে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে এসেছিল এফকে আরকাদাগ। এবার সেই পথেই এলো আহাল। তাদের দলে নেই কোনও বিদেশি ফুটবলার। পুরোটাই স্থানীয় প্রতিভার ওপর নির্ভর করেই খেলছে দলটি। তবে ফিজিক্যাল ফুটবলে তারা বেশ পারদর্শী, তা আগেই দেখা গিয়েছে পূর্ব অভিজ্ঞতায়।

Advertisements

অন্যদিকে, মোহনবাগান শিবিরেও প্রস্তুতির খামতি নেই। নতুন মরসুমে শক্তিশালী দল গঠন করেছে তারা। আক্রমণভাগে রয়েছেন দিমিত্রি পেত্ৰাতস, জেসন কামিংস, ম্যাকলারেন, মনবীর সিং এবং লিস্টন কোলাসো। মাঝমাঠের দায়িত্বে দেখা যাবে নতুন ব্রাজিলিয়ান ফুটবলার রবসন রবিনহো সঙ্গে অনিরুদ্ধ থাপা, অপুইয়া এবং দীপক টাংরিকে। ডিফেন্সে রয়েছেন শুভাশীষ বোস, মেহতাব সিংয়ের মতো তারকা ভারতীয় ফুটবলাররা। গোলকিপারে বিশ্বস্ত বিশাল কাইথ।

মঙ্গলবার ম্যাচ শেষে বাগান সমর্থকদের বাড়ি ফেরার জন্য বিশেষ ব্যবস্থায় রয়েছে:
• সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশন থেকে হাওড়া ময়দান পর্যন্ত রাত সাড়ে ন’টার পর বিশেষ মেট্রো পরিষেবা চালু থাকবে।
• সল্টলেক স্টেডিয়াম থেকেই বিধাননগর, শিয়ালদহ স্টেশন, সায়েন্স সিটি এবং ধর্মতলার মধ্যে বিশেষ বাস পরিষেবা উপলব্ধ থাকবে বিকেল পাঁচটা থেকে ১১:০০টা পর্যন্ত।
• বাবুঘাট এবং আহিরীটোলা লঞ্চ ঘাট থেকে বিশেষ ফেরি পরিষেবার ব্যবস্থা থাকবে সবুজ-মেরুন সমর্থকদের জন্য।