Mohun Bagan: অনুশীলন করলেন না অধিনায়ক, পায়ে বরফ দিলেন মনবীর

Mohun Bagan Gears Up

ইন্ডিয়ান সুপার লিগে টানা জয়ের আত্মবিশ্বাস নিয়েই এবার পরবর্তী ম্যাচ খেলতে নামতে চায় মোহনবাগান (Mohun Bagan)। সেই মর্মে গত কয়েকদিন ধরে অনুশীলন চালাচ্ছে গোটা দল। আগামী ২৪শে অক্টোবর তাদের খেলতে হবে বাংলাদেশের আরেক শক্তিশালী দল বসুন্ধরার বিপক্ষে।

পূর্বে এই ম্যাচ যুবভারতীতে হওয়ার কথা থাকলেও বঙ্গে সেই সময় উৎসবের আমেজ থাকায় ম্যাচ স্থানান্তরিত করা হয়েছে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। সেই ম্যাচে জয় পাওয়ার জন্য নিজের প্রত্যেকটি অস্ত্র ঝালিয়ে নিচ্ছেন ফেরেন্দো। সেখানেই গত কয়েকদিন আগে ট্রায়ালে আসেন অজি তারকা দিমিত্রি পেট্রাতোসের দুই ভাই। কোস্টা পেট্রাতোস ও মাকু পেট্রাতোস। তাদের অনুশীলন ও যথেষ্ট নজর কাড়ছে কোচের।

   

Mohun Bagan Gears Up

তাই সব ঠিকঠাক থাকলে বাগান দলের জার্সিতে ম্যাচ খেলতে দেখা যেতে পারে তিন অজি ফুটবলারকে। অন্যদিকে, জাতীয় শিবিরের দায়িত্ব পালন করে তিন ভারতীয় তারকা গত পড়শু ক্লাবে এসে দলের সঙ্গে জুড়লেও সেদিন বল পায়ে অনুশীলনে নামেননি কেউ। মূলত, ফিজিক্যাল ফিটনেসের দিকেই বাড়তি নজর দিতে দেখা যায় তাদের। গতকাল ও দেখা গেল প্রায় একই ছবি। সবুজ-মেরুনের অনুশীলনে খুব একটা সক্রিয় থাকলেন না কেউ।

মূলত রিজার্ভ বেঞ্চে বসেই দলের ফুটবলারদের অনুশীলন দেখলেন শুভাশিস বোস। আসলে নিজে মাঠে না নামলেও খেলোয়াড়দের উপরে বাড়তি নজর রাখতে ভোলেননি তিনি। একইভাবে সক্রিয় থাকেননি তারকা ফুটবলার অনিরুদ্ধ থাপা। মাঠে মাঠের এক কর্নারে তরুণ ফরোয়ার্ড মনবীর সিংকে একাই অনুশীলনে গা ঘামাতে দেখা গেলেও কিছুক্ষণ পরেই পায়ে বরফ দিতে দেখা যায় তাকে। যা দেখে চিন্তায় পড়ে গিয়েছেন অনেকেই। তাহলে কি চোটের কবলে পড়েছেন এই তারকা? যদিও তেমন হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। যতদূর খবর, ২৪ তারিখ এই তিন ফুটবলারদের রেখেই নাকি দল সাজানোর কথা ভাবছেন ফেরেন্দো।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন