বেঙ্গালুরু বধের প্রস্তুতি শুরু বাগানের, শেষ হাসি হাসবে কে?

অনবদ্য পারফরম্যান্সের মধ্য দিয়ে এবারের আইএসএল শুরু করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। পরবর্তীতে সময় যত এগিয়েছে ততই ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু করেছিল কলকাতা ময়দানের…

Mohun Bagan Gears Up to Face Bengaluru FC

অনবদ্য পারফরম্যান্সের মধ্য দিয়ে এবারের আইএসএল শুরু করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। পরবর্তীতে সময় যত এগিয়েছে ততই ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু করেছিল কলকাতা ময়দানের এই প্রধান দল। মাঝে কয়েকটি ম্যাচে আটকে যেতে হলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি তাঁদের পক্ষে। যারফলে প্রথম থেকেই লিগ টেবিলের প্রথম ছয়ের মধ্যে নিজেদের বজায় রাখতে সক্ষম থেকেছে মেরিনার্সরা। তারপর নতুন বছরের শুরুতে ও বজায় ছিল সেই ছন্দ। অনায়াসেই হায়দরাবাদ এফসিকে পরাজিত করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। তারপর দ্বিতীয় লেগের ডার্বি ম্যাচে ও আসে জয়।

Also Read | বিপিন সিংকে প্রায় নিশ্চিত করে ফেলেছে আইএসএলের এই ক্লাব

কিন্তু পরবর্তী কয়েকটি ম্যাচে পয়েন্ট নষ্ট করতে হলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি। যারফলে খুব সহজেই ইন্ডিয়ান সুপার লিগের সুপার সিক্সে নিজেদের নিশ্চিত করে ফেলেছিল সবুজ-মেরুন ব্রিগেড। তবে প্রথম লেগের সেমিফাইনালে খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসির কাছে পরাজিত হতে হলেও গত কয়েকদিন আগেই সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে দ্বিতীয় লেগে তাঁদের পরাজিত করে শুভাশিস বসুরা। এই জয়ের সুবাদে এবার ও টুর্নামেন্টের ফাইনাল খেলতে চলেছে মোহনবাগান।

Also Read | এই ভারতীয় মিডফিল্ডারের সঙ্গে চুক্তি বাড়ানোর পথে জামশেদপুর

Advertisements

যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে জেরার্ড জারাগোজার বেঙ্গালুরু এফসি। গত মরসুমে আইএসএল ফাইনালে শক্তিশালী মুম্বাই সিটি এফসির কাছে পরাজিত হতে হলেও এবার জয় ছাড়া কিছুই ভাবছেন না দলের ফুটবলাররা। সেইমতো গত বুধবার থেকেই বেঙ্গালুরু বধের প্রস্তুতি শুরু করে দিয়েছেন জোসে মোলিনা‌। এদিন মূলত রিকভারি সেশন থাকায় প্রথম একাদশের অধিকাংশ ফুটবলারকে দেখা গেল সেই সেশনে। তাছাড়া বাকিদের নিয়ে জোরকদমে অনুশীলন চালান মোলিনা। যেখানে দলের রক্ষণভাগের পাশাপাশি আক্রমণভাগকে ও সমান ভাবে গুরুত্ব দেন স্প‌্যানিশ কোচ।

আসলে বেঙ্গালুরু এফসির বিপক্ষে লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই বুঝতে পারছেন জোসে মোলিনা‌। তাই সবদিক মাথায় রেখেই খেলোয়াড়দের প্রস্তুত করতে চাইছেন আইএসএল জয়ী এই ফুটবল ম্যানেজার।