Mohun Bagan: চেন্নাইয়িন বধের প্রস্তুতি শুরু মোহনবাগানের, অনুশীলনে সাদিকু

Mohun Bagan Gears Up for Victory Against Chennaiyin FC

আগামী কয়েকদিন পরেই আবারও ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচ খেলতে নামবে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। এবার তাদের প্রতিপক্ষ ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসি। একদিকে যেমন এবারের এই মরশুম ভালোভাবে শেষ করার পরিকল্পনা রয়েছে চেন্নাইয়িন দলের অন্যদিকে ঠিক তেমনভাবেই লিগশিল্ড জয়ের পরিকল্পনা রয়েছে মোহনবাগানের।

Advertisements

বলাবাহুল্য, এবারের এই ফুটবল মরশুমে শিল্ড জয়ের ক্ষেত্রে অন্যতম দাবিদার ময়দানেরই প্রধান। তবে এই খেতাব জয়ের ক্ষেত্রে দৌড়ে রয়েছে মুম্বাই সিটি এফসি থেকে শুরু করে সার্জিও লোবেরার ওডিশা এফসির মতো দল। তাদের টেক্কা দিতে গেলে বাকি ম্যাচগুলি সহজ ভাবেই জিততে হবে মেরিনার্সদের।

হিসেব অনুযায়ী দেখলে হাতে এখনো চারটি ম্যাচ রয়েছে মোহনবাগানের। যার মধ্যে আগামী ৩১ তারিখ তাদের ঘরের মাঠে খেলতে হবে চেন্নাইয়িন এফসির বিপক্ষে। নিজেদের পুরনো ছন্দ ফেরাতে মরিয়া শুভাশিসরা। সেইমতো গত বুধবার থেকে অনুশীলন শুরু করে দিয়েছে দল। অনুশীলনে উপস্থিত থেকেছেন আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু থেকে শুরু করে দিমিত্রি পেত্রাতোস ও জেসন কামিন্সের মতো ফুটবলাররা।

Advertisements

উল্লেখ্য, গত কয়েকদিন আগেই পিতা হয়েছেন সাদিকু। যার দরুন দেশে ফিরে যেতে হয়েছিল তাকে। কিন্তু গতকাল থেকে দলের সঙ্গে তাকে দেখতে পেয়ে খুশি সকলেই।

তবে এদিন খুব একটা দীর্ঘ অনুশীলন করেনি মেরিনার্সরা। মূলত শারীরিক অনুশীলনের পাশাপাশি বল পায়ে সিচুয়েশন প্র্যাকটিসের দিকেই জোর দেন দলের কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। এবারের এই শিল্ড জয়ের ক্ষেত্রে নিজেদের সবরকম ভাবে প্রস্তুত রাখতে চান বাগান কোচ। মাঝে কয়েকটা দিন তারপরেই ঘরের মাঠে ম্যাচ। এখন সেই ম্যাচের দিকেই তাকিয়ে সকলে।