ওডিশা ম্যাচে ফিরতে চলেছেন এই ভারতীয় মিডফিল্ডার, স্টুয়ার্টের বিকল্পে কে?

    আগামী রবিবার আইএসএলের সপ্তম ম্যাচ খেলবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। কলিঙ্গ স্টেডিয়ামে তাঁদের লড়াই করতে হবে শক্তিশালী ওডিশা এফসির সঙ্গে। শেষ তিনটি ম্যাচের…

Greg Stewart's First Match Goal Fuels Optimism for Mohun Bagan in Durand Cup Derby

short-samachar

   

আগামী রবিবার আইএসএলের সপ্তম ম্যাচ খেলবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। কলিঙ্গ স্টেডিয়ামে তাঁদের লড়াই করতে হবে শক্তিশালী ওডিশা এফসির সঙ্গে। শেষ তিনটি ম্যাচের মত এই ম্যাচেও জয়ের ধারা বজায় রাখার লক্ষ্য থাকবে সবুজ-মেরুন ব্রিগেডের। তবে নিজেদের ঘরের মাঠে ‌ওডিশা এফসি যে কতটা শক্তিশালী হতে পারে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সেই নিয়ে যথেষ্ট সাবধানী বাগান কোচ জোসে মোলিনা‌। তবে এই হাইভোল্টেজ ম্যাচের কথা মাথায় রেখে গত রবিবার থেকেই অনুশীলন শুরু করে দিয়েছিল মোহনবাগান।

আসলে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেলে পয়েন্ট টেবিলে নিজেদের স্থান আরও মজবুত করবে সবুজ-মেরুন। কিন্তু এক্ষেত্রে প্রথম থেকেই সকলকে চিন্তায় রেখেছে স্কটিশ ফরোয়ার্ড গ্ৰেগ স্টুয়ার্টের চোট। বলাবাহুল্য, গত হায়দরাবাদ ম্যাচ খেলতে গিয়ে কিছুটা আহত হয়েছিলেন দলের এই ভরসাযোগ্য ফুটবলার। সেই সময় তেমন কিছু বোঝা না গেলেও পরবর্তীতে পরিষ্কার হয়ে যায় চোটের গভীরতা। সাময়িক ছুটি কাটিয়ে দল অনুশীলনে ফিরলেও সতীর্থদের সঙ্গে এখনও পুরোদমে অনুশীলন শুরু করতে পারেননি স্টুয়ার্ট। দলের মেডিকেল টিমের তরফে তাঁকে ম্যাচফিট করার পরিকল্পনা থাকলেও গোটা সিজনের কথা মাথায় রেখে বাড়তি ঝুঁকি নিতে নারাজ বাগান কোচ।

যারফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে যে স্টুয়ার্টের বিকল্প হিসেবে কাকে মাঠে নামবেন মোলিনা? মনে করা হচ্ছে এক্ষেত্রে অজি মিডফিল্ডার দিমিত্রি পেত্রাতোসের উপরেই হয়তো বাড়তি ভরসা রাখবেন সবুজ-মেরুন হেডস্যার। উল্লেখ্য, গত কয়েক সিজন থেকেই দলের সাফল্য পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন দিমিত্রি পেত্রাতোস। গোল করার পাশাপাশি সতীর্থদের গোল করানোর ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করে এসেছেন এই দাপুটে ফুটবলার। চলতি মরসুমের অধিকাংশ ক্ষেত্রে তাঁকে গেম মেকারের ভূমিকায় দেখা গেলেও এবার হয়তো ফরোয়ার্ডে ঝড় তুলতে দিমিকেই এগিয়ে দেবেন তিনি।

এছাড়াও রয় কৃষ্ণাদের বিপক্ষে খেলতে দেখা যেতে পারে দলের আরেক ভরসাযোগ্য ফুটবলার আপুইয়া। উল্লেখ্য, গত ডার্বি ম্যাচের পরেই সাময়িক চোটের কবলে পড়তে হয়েছিল এই ভারতীয় মিডফিল্ডারকে। যারফলে গত হায়দরাবাদ ম্যাচে তাঁর পরিবর্তে দীপক টাংড়িকে নামান মোলিনা। তবে বর্তমানে সম্পূর্ণ ফিট এই তারকা। সব ঠিকঠাক থাকলে ওডিশা ম্যাচে দলের প্রথম একাদশে থাকা কার্যত নিশ্চিত এই ফুটবলারের।