তরুণদের নিয়ে কলকাতা লিগে ঝড় তুলতে তৈরি হচ্ছে বাগান ব্রিগেড

কলকাতা লিগ (Calcutta Football League) মানেই শুধুই ঐতিহ্যের লড়াই নয়, বরং ভবিষ্যতের তারকাদের খোঁজে এক গভীর অন্বেষণ। সেই লক্ষ্যেই ২০২৫ সালের কলকাতা লিগকে সামনে রেখে…

Mohun Bagan SG start CFL 2025 agaisnt Police AC match

কলকাতা লিগ (Calcutta Football League) মানেই শুধুই ঐতিহ্যের লড়াই নয়, বরং ভবিষ্যতের তারকাদের খোঁজে এক গভীর অন্বেষণ। সেই লক্ষ্যেই ২০২৫ সালের কলকাতা লিগকে সামনে রেখে একঝাঁক তরুণ প্রতিভাকে নিয়ে ঘরোয়া প্রস্তুতি শুরু করে দিয়েছে মোহনবাগান (Mohun Bagan)। আরএফডিএলে দুর্দান্ত পারফরম্যান্স করা ২৪ জন তরুণ ফুটবলার, নতুন কয়েকজন সম্ভাবনাময় ফুটবলার ও অভিজ্ঞ কোচ ডেগি কার্ডোজোর তত্ত্বাবধানে গড়ে তোলা হচ্ছে সবুজ-মেরুনের পরবর্তী প্রজন্মের দল।

নতুনদের উপরেই ভরসা
মোহনবাগানের ম্যানেজমেন্ট খুব স্পষ্ট করে দিয়েছে, কলকাতা লিগে এবারে তারা অভিজ্ঞ দীপেন্দু বিশ্বাস, সুহেল আহমেদ ভাট বা অভিষেক সূর্যবংশীর মতো ফুটবলারদের প্রয়োজন না হলে খেলাতে চাইছে না। তারা চাইছে নতুনদেরই সুযোগ দিতে। মূল লক্ষ্য, ভবিষ্যতের জন্য প্রস্তুত করা এমন একটি দল, যারা ভবিষ্যতে সিনিয়র টিমে ঢুকে জাতীয় পর্যায়ে সবুজ-মেরুনের নাম উজ্জ্বল করতে পারবে।

   

এই লক্ষ্যেই আরএফডিএলে আলো ছড়ানো প্রেম হাঁসদা, বিভান জ্যোতি লস্কা, দীপ্রভাত ঘোষ, আদিত্য অধিকারী, গোগোচা ও মহম্মদ বিলালদের দলে নেওয়া হয়েছে। পাশাপাশি অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের হয়ে খেলা রোশন সিং থাঙ্গজাম ও রোহিত সিং-এর অন্তর্ভুক্তিও দলে নতুন প্রাণ যোগাচ্ছে।

দলের কোচ ডেগি কার্ডোজো স্পষ্ট করে দিয়েছেন, “গতবার আরএফডিএলে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। তবে আমাদের মূল লক্ষ্য হল এই দল থেকে সিনিয়র টিমে খেলোয়াড় তুলে আনা।” এর অর্থ, শুধুমাত্র খেলার ফল নয়, বরং প্রতিভা বিকাশই এবারের প্রকৃত উদ্দেশ্য।

Advertisements

কার্ডোজোর অধীনে দল গতবার যে আক্রমণাত্মক ফুটবল খেলেছে, তা থেকেই আশার আলো দেখছেন অনেকে। প্রেম হাঁসদা কিংবা গোগোচার মতো তরুণরা দলে থাকায় সামগ্রিক গতিশীলতা বাড়বে বলেই মনে করছেন ফুটবলমহল।

প্রতিভা যাচাইয়ের পরীক্ষাগার
গত কয়েক বছর ধরেই মোহনবাগান কলকাতা লিগকে ব্যবহার করছে তাদের উঠতি ফুটবলারদের পরখ করার মঞ্চ হিসেবে। এই রীতি বজায় রেখেই এবারের স্কোয়াড তৈরি করা হয়েছে। সিনিয়রদের কমিয়ে তরুণদের চাপের মুখে খেলতে শেখানো হবে। এক দারুণ প্রক্রিয়া—যেখানে ফলাফল গৌণ, গুরুত্বপূর্ণ হল খেলার ধরন ও মানসিকতা।

সফলতা যেমন তাৎক্ষণিক হয় না, তেমনি ভবিষ্যতের তারকা তৈরির প্রক্রিয়াও সময়সাপেক্ষ। মোহনবাগান সেই সময়, ধৈর্য ও পরিকাঠামোকে ব্যবহার করে গড়ে তুলতে চাইছে পরবর্তী জেনারেশন। কলকাতা লিগ সেই নির্মাণের প্রথম ধাপ। আর এই ধাপেই দেখা মিলবে কাদের পায়ে আছে সত্যিকারের সম্ভাবনার আলো।