Mohun Bagan: কলকাতায় কবে আসবেন মোহনবাগানের চার ফুটবলার?

শুরু হয়ে গেল মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan) অনুশীলন। সিনিয়র দলের অনুশীলন শুরু করে দিয়েছেন হেড কোচ হোসে মোলিনা। অনুশীলন উপস্থিত ছিলেন জেমি ম্যাকলারেন, জেসন…

Dimitri Petratos

শুরু হয়ে গেল মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan) অনুশীলন। সিনিয়র দলের অনুশীলন শুরু করে দিয়েছেন হেড কোচ হোসে মোলিনা। অনুশীলন উপস্থিত ছিলেন জেমি ম্যাকলারেন, জেসন কামিন্স সহ স্কোয়াডের বেশিরভাগ ফুটবলার। তবে দিমিত্রি পেত্ৰাতস, গ্রেগ স্টুয়ার্ট সহ সিনিয়র দলের চার তারকা এখনও কলকাতায় এসে পৌঁছাননি। তাঁরা কবে যোগ দেবেন দলের সঙ্গে? মোহনবাগান সমর্থকদের মধ্যে রয়েছে প্রশ্ন।

Jason Cummings: ৫ ঘন্টার ব্যবধানে নামলেন অনুশীলনে, বাগান সমর্থকদের নজরে কামিন্স

   

মোহনবাগান সুপার জায়ান্টের সোমবারের প্র্যাকটিসে যোগ দিতে পারেননি দিমিত্রি পেত্ৰাতস, গ্রেগ স্টুয়ার্ট, আলবার্তো রদ্রিগেজ, অনিরুধ থাপা। চারজনেই প্রথম একাদশে জায়গা করে নেওয়ার মতো ফুটবলার। আলবার্তো, গ্রেগ এবারেই মোহনবাগানের সঙ্গে যুক্ত হয়েছেন। থাপা ভারতীয়দের মধ্যে অন্যতম দামী ফুটবলার। আর দিমিকে ইতিমধ্যে কিংবদন্তির মর্যাদা দিয়েছেন মোহনবাগান সমর্থকরা। ফলত এই চারজনের কাছ থেকে সমর্থকদের প্রত্যাশা যে থাকবে সেটা বলার অপেক্ষা রাখে না।

কবে আসতে পারেন এই চার ফুটবলার?

মনে করা হচ্ছে এই চারজনের কলকাতায় আসতে এখনও কিছুটা সময় লাগবে। অনিরুধ থাপা আগামী কয়েক দিনের মধ্যে দলের সঙ্গে যোগ দিতে পারেন। বাকি তিন বিদেশির আরও কিছুটা সময় লাগতে পারে। সব ঠিক থাকলে অগস্ট মাসের প্রথম সপ্তাহে সবুজ মেরুন স্কোয়াডের সঙ্গে যুক্ত হতে পারে গ্রেগ, দিমি, আলবার্তো।

Mohun Bagan: সবুজ-মেরুনে ঢাকল মোহন-গ্যালারি, উষ্ণ অভ্যর্থনার সঙ্গে শুরু অনুশীলন

এবার মোহনবাগান সুপার জায়ান্টের অনুশীলন কিছুটা দেরি করে শুরু হল। রিজার্ভ দলের ফুটবলারদের নিয়ে দেগি কার্দোজা আগেই প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন।কলকাতা ফুটবল লিগে বেশ কয়েকটা ম্যাচ খেলেছে বাগান। সিনিয়র দলের ফুটবলারদের নিয়ে হোসে মোলিনা অনুশীলন শুরু করলেন মোহনবাগান দিবস থেকে। বাকি চার ফুটবলার অনুশীলনে যুক্ত হওয়ার পর পূর্ণ হবে বৃত্ত।