Mohun Bagan: মোহনবাগানের প্রাক্তন দুই ফুটবলার গড়েছেন নজির

   ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ২০২৩-২৪ মরসুমে একাধিক স্মরণীয় মুহূর্ত পেয়েছেন ভারতীয় ফুটবল প্রেমীরা। দল বদল করার পরেও কিছু ফুটবলার নিজের খেলা খেলেছেন স্বাভাবিক ছন্দে।…

Carl McHugh
  

ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ২০২৩-২৪ মরসুমে একাধিক স্মরণীয় মুহূর্ত পেয়েছেন ভারতীয় ফুটবল প্রেমীরা। দল বদল করার পরেও কিছু ফুটবলার নিজের খেলা খেলেছেন স্বাভাবিক ছন্দে। মোহনবাগানে (Mohun Bagan) খেলে যাওয়া দুই ফুটবলার গতবারের আইএসএল-এ গড়েছেন নজির।

   

এফসি গোয়ার বহু আক্রমণ শুরু করার ক্ষেত্রে কার্ল ম্যাকহিউ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বল নিজেদের দখলে রেখে খেলার সময় ম্যাকহিউ দলের জন্য অপরিহার্য সদস্য হিসাবে প্রমাণিত করেছিলেন নিজেকে। সেমিফাইনালে দলের উত্থানের পিছনে অন্যতম কারিগর মোহনবাগানের এই প্রাক্তন ফুটবলার। ২০২৩-২৪ মরসুমে ৯৬৬ টি সফল পাস বাড়িয়েছিলেন তিনি।

Transfer News: আরও এক ‘দিমি’-কে নিয়ে গরম হচ্ছে দল বদলের বাজার

মানোলো মার্কেজের সিস্টেমের অধীনে ম্যাকহিউ দলের অন্যতম চালিকা শক্তি হিসাবে আবির্ভূত হয়েছিলেন। দলের পক্ষে সর্বাধিক সংখ্যক সফল পাস বাড়িয়েছিলেন তিনি।

 

ওড়িশা এফসির ফুটবলার হিসেবে পুইতেয়া নজর কেড়েছেন এই মরসুমে। সের্জিও লোবেরার পাসিং ফুটবলের সঙ্গেনিজেকে মানিয়ে নিয়েছিলেন দারুনভাবে। দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে পুইতেয়া নিজেকে নতুন করে প্রমাণ করেছেন।

Amit Tudu: মোহনবাগানকে হারিয়ে জিতেছিলেন শিল্ড, এখনও হারিয়ে যাননি অমিত টুডু

ভারতীয় এই মিডফিল্ডার মাঝমাঠে সতীর্থ আহমেদ জাহুহর সাথে একটি গুরুত্বপূর্ণ জুটি গড়ে তুলেছিলেন। ওডিশা এফসির আক্রমণভাগে ধারাবাহিকভাবে খেলেছেন ও পাস বাড়িয়েছেন এই ফুটবলার। ২-২৩-২৪ মরসুমে ৯১৯ টি সফল পাস বাড়িয়েছিলেন পুইতেয়া।