জিমে অনুশীলন, ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাবে মাঠে নেই মোহনবাগান ফুটবলাররা

বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগে দারুণ ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan)সুপার জায়ান্ট। চলতি মরসুমের প্রথম দুইটি ডার্বিতে অনবদ্য পারফরম্যান্স করেছেন জেমি ম্যাকলারেন থেকে শুরু করে জেসন…

বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগে দারুণ ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan)সুপার জায়ান্ট। চলতি মরসুমের প্রথম দুইটি ডার্বিতে অনবদ্য পারফরম্যান্স করেছেন জেমি ম্যাকলারেন থেকে শুরু করে জেসন কামিন্সরা। যারফলে বর্তমানে আত্মবিশ্বাসের তুঙ্গে দলের ফুটবলাররা। গত শনিবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে তাঁরা পরাজিত করেছে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলকে। সেই সুবাদে পয়েন্ট টেবিলের ও অনেকটা উপরে চলে এসেছে মোহনবাগান। এই মুহূর্তে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে জোসে মোলিনার ফুটবল দল।

শুরুটা খুব একটা ভালো না থাকলেও ধীরে ধীরে ছন্দে ফিরেছে মেরিনার্সরা। এখন সেই ধারা বজায় রাখাই অন্যতম লক্ষ্য সকলের। সূচি অনুযায়ী আগামী ৩০ অক্টোবর পরবর্তী ম্যাচ খেলবে মোহনবাগান। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে থাংবোই সিংটোর দুর্বল হায়দরাবাদ এফসি। গত ম্যাচেই শক্তিশালী জামশেদপুর এফসির কাছে পরাজিত হয়েছে অ্যালেক্স সাজির ফুটবল ক্লাব। এখন সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর লড়াই। গাছিবাউলি স্টেডিয়ামে ম্যাচ থাকায় অন্তত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ার লক্ষ্য থাকবে এই ফুটবল ক্লাবের।

   

তবে এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগান সুপার জায়ান্টকে আটকানো যথেষ্ট কঠিন তাঁদের কাছে‌। সেইমতো প্রস্তুতি চালাচ্ছেন স্টিফেন সেপিচরা। অপরদিকে, ডার্বি জয়ের ছুটি কাটিয়ে জোরকদমে অনুশীলন শুরু করে দিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। যেখানে প্রথম থেকেই চনমনে মেজাজে দেখা গিয়েছিল সকল ফুটবলারদের। কিন্তু এবার সেখানে ও পড়েছে ‘ডানা’র প্রভাব। হাওয়া অফিসের আপডেট অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার রাতের মধ্যেই পশ্চিমবঙ্গ সহ বিস্তীর্ণ অঞ্চলে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। যা নিয়ে অনেক আগেই সতর্কতা জারি রয়েছে রাজ্যজুড়ে।

এই পরিস্থিতিতে বৃহস্পতিবারের অনুশীলন বাতিল করার সিদ্ধান্ত নেন সবুজ-মেরুন হেড কোচ জোসে মোলিনা‌। মূলত খেলোয়াড়দের নিরাপত্তার কথা‌ মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছেন এই স্প্যানিশ কোচ। তবে মাঠে অনুশীলন বন্ধ থাকলেও এদিন স্বাভাবিক থেকেছে জিম সেশন। অর্থাৎ মাঠের বদলে জিমেই নিজেদের প্রস্তুতি সেরেছেন বাগান ফুটবলাররা। উল্লেখ্য, চলতি সিজনে একের পর হাইভোল্টেজ ম্যাচ খেলতে হবে মোহনবাগান দলকে‌। সেক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ফিজিক্যাল ফিটনেস। সেই কথা মাথায় রেখেই চলল অনুশীলন।