গতকাল, বৃহস্পতিবার আইপিএলে (IPL 2023) এক অনবদ্য ম্যাচের সাক্ষী থেকেছে গোটা ইডেন গার্ডেন্স। যেখানে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথমে টসে জিতে নিতিশ রানাদের ব্যাট করতে পাঠায় আরসিবি।
তবে এদিন কেকেআর অধিনায়ক খুব একটা খেলতে না পারলে ও দলের অনবদ্য ব্যাটিংয়ের ফলে ২০৪ রানের অনবদ্য ইনিংস উপহার দেয় কলকাতা। জবাবে নারিনদের বোলিংয়ের সামনে ১২৩ রানেই গুটিয়ে যায় আরসিবি। যারফলে বিরাট রানের ভিত্তিতে ম্যাচের জয় পায় কেকেআর। তবে শুধু কি ক্রিকেট, এদিন মাঠে উপস্থিত ছিলেন শাহরুখ খান। যারফলে কালকের ম্যাচ যেন বাড়তি মাত্রা পেয়েছিল কলকাতার কাছে। যার সাক্ষী থেকেছেন হাজার হাজার মানুষ। তবে সেই সমস্ত মুহুর্তের সাক্ষী থাকতে পারলেন না এটিকে মোহনবাগানের অন্যতম এক তারকা।
হাতে মাত্র একটা দিন তারপরেই সুপার কাপের উদ্দেশ্যে কেরালা উড়ে যাবে গোটা সবুজ-মেরুন শিবির। তার আগে যুবভারতী ক্রীড়াঙ্গনের অনুশীলন মাঠে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন প্রীতম-পেত্রাতোসরা। তবে গতকাল দলের সবাই মন দিয়ে প্র্যাকটিস করলে ও মনমরা হয়ে মাঠের ধারে বসে থাকলেন মরোক্কান তারকা হুগো বুমোস।
প্রথমে সেই নিয়ে কিছু বোঝা না গেলেও, পরবর্তীতে জানা যায় অনুশীলন শেষে কেকেআরের খেলা দেখতে যাচ্ছেন দলের সতীর্থ ফুটবলার বিশাল কাইথ, দীপক টাংড়ি ও মনবীর সিং। তবে একেবারে শেষ মুহূর্তে টিকিটের আবদার করে বসেন হুগো বুমোস। তবে অনেক খোঁজাখুঁজি করেও তা জোগাড় করা সম্ভব হয়নি। যারফলে, মাঠে গিয়ে ম্যাচ না দেখতে পারায় মনখারাপ এই সবুজ-মেরুন তারকার।
আগামী ১০ তারিখ থেকে সুপার কাপ অভিযান শুরু করবে এটিকে মোহনবাগান। প্রথমেই তাদের প্রতিপক্ষ গোকুলাম কেরালা এফসি। সদ্য মহামেডান কে হারিয়ে সুপার কাপের যোগ্যতা অর্জন করেছে তারা। এবার সবুজ-মেরুন ব্রিগেড কে থামানোই মূল লক্ষ্য গোকুলাম ফুটবলারদের। অন্যদিকে আইএসএলের পাশাপাশি সুপার কাপে ও নিজেদের ফর্ম ধরে রাখতে মরিয়া বাগান কোচ।