ওডিশায় যাচ্ছেন হুগো বুমোস? প্রবল সম্ভাবনা

গতবারের আইএসএল মরশুমে মোহনবাগানের আইএসএল জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা থেকেছে হুগো বুমোসের (Hugo Boumous)। সবুজ-মেরুন জার্সিতে গুলি করার পাশাপাশি গোল করানোর ক্ষেত্রেও যথেষ্ট প্রভাব থেকেছে…

Hugo Boumous

গতবারের আইএসএল মরশুমে মোহনবাগানের আইএসএল জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা থেকেছে হুগো বুমোসের (Hugo Boumous)। সবুজ-মেরুন জার্সিতে গুলি করার পাশাপাশি গোল করানোর ক্ষেত্রেও যথেষ্ট প্রভাব থেকেছে এই মরোক্কান ফুটবলারের। তৎকালীন বাগান কোচ হুয়ান ফেরেন্দোর সময় নিয়মিতভাবে সুযোগ পেয়েছেন মোহনবাগানের প্রথম একাদশে।

এমনকি এবারের ডুরান্ড কাপ জয়ের ক্ষেত্রেও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা থেকেছে এই ফুটবলারের। কিন্তু আইএসএলের প্রথম লেগের শেষটা খুব একটা ভালো থাকেনি ময়দানের এই প্রধান দলের। একের পর এক ম্যাচ হেরে অনেকটাই ব্যাকফুটে চলে আসতে হয়েছিল তাদের। ‌

কিন্তু পরবর্তীতে স্প্যানিশ বস অ্যান্তোনিও লোপেজ হাবাসের হাতে বাগানের দায়িত্ব আসার পর থেকেই একেবারে অন্য ছন্দে ধরা দেয় মোহনবাগান। তার হাত ধরেই নিজেদের পুরনো ছন্দ ফিরে পায় মেরিনার্সরা। পরবর্তীতে সেখান থেকেই শক্তিশালী মুম্বাই সিটি এফসিকে হারিয়ে এবারের ইন্ডিয়ান সুপার লিগের লিগশিল্ড জয় করে এই প্রধান। সেই সুবাদে নতুন সিজনে এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলবে সবুজ-মেরুন শিবির।

Advertisements

তবে ইতিমধ্যেই বাগান শিবিরের সঙ্গে দূরত্ব অনেকটাই তৈরি হয়ে গিয়েছে হুগো বুমোসের। আই এস এল এর মাঝপথেই তাকে আনরেজিস্টার করিয়েছিল মোহনবাগান। বিকল্প হিসেবে যথেষ্ট দাপট দেখিয়েছেন ফিনল্যান্ডের তারকা ফুটবলার জনি কাউকো।

বর্তমানে যা পরিস্থিতি তাতে নতুন ফুটবল মরশুমে আর হয়তো মোহনবাগানে থাকা হবে না হুগো বুমোসের। ইন্ডিয়ান সুপার লিগ খেললেও যোগ দিতে পারেন অন্য এক হেভিওয়েট ফুটবল ক্লাবে। সেক্ষেত্রে গত কয়েক সপ্তাহ ধরেই উঠে এসেছে সার্জিও লোবেরার ওডিশা এফসির কথা‌। যতদূর খবর, আগামী কয়েক মরশুমের জন্য জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাবের সঙ্গেই যুক্ত হতে পারেন বুমোস। ক্রমশ জোড়ালো হচ্ছে সেই সম্ভাবনা। আশা করা যায়, কিছুদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে গোটা বিষয়টি। ‌