কিছুটা সময়ের অপেক্ষা। তারপরেই কলিঙ্গের বুকে আইএসএলের (ISL) সপ্তম ম্যাচ খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী ওডিশা এফসি (Odisha FC)। অ্যাওয়ে ম্যাচ থেকে তিন পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের উপরের দিকে নিজেদের মজবুত করাই এখন অন্যতম লক্ষ্য বাগান কোচ জোসে মোলিনার। সেইমতো নিজেদের একাদশ সাজিয়েছেন তিনি। যেখানে অন্যান্য দিনের মতো আজও দলের তিন কাঠি সামাল দেওয়ার জন্য থাকছেন বিশাল কাইথ।
পাশাপাশি সবুজ-মেরুনের রক্ষণভাগে অধিনায়ক শুভাশিস বসুর সঙ্গে থাকছেন যথাক্রমে আলবার্তো রদ্রিগেজ, টম অলড্রেড, এবং আশিষ রাই। মাঝমাঠের দখল নেওয়ার জন্য লালেংমাওইয়া রাল্টে তথা আপুইয়ার সাথেই থাকছেন যথাক্রমে দিমিত্রি পেত্রাতোস, অনিরুদ্ধ থাপা। সেইসাথে দলের হয়ে দুই উইং থেকে আক্রমণে ওঠার জন্য থাকছেন লিস্টন কোলাসো এবং মনবীর সিং। এবং সবুজ-মেরুন জার্সিতে ফরোয়ার্ড লাইনে ঝড় তোলার জন্য থাকছেন অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেন।
আরেক অজি ফরোয়ার্ডকে আপাতত রিজার্ভ বেঞ্চে রাখা হলেও পরবর্তী পরিস্থিতি অনুযায়ী তাঁকে নামানোর কথা ভাবতে পারেন বাগানের স্প্যানিশ কোচ। এছাড়াও রিজার্ভ বেঞ্চে থেকেই এই ম্যাচ শুরু করতে চলেছেন যথাক্রমে সাহাল আব্দুল সামাদ, দ্বীপেন্দু বিশ্বাস, সুহেল আহমদ ভাট সহ আশিক কুরুনিয়ান এবং দীপক টাংড়ির মতো ফুটবলাররা।
উল্লেখ্য, গত হায়দরাবাদ ম্যাচে খেলতে গিয়ে চোটের কবলে পড়তে হয়েছিল স্কটিশ ফরোয়ার্ড গ্ৰেগ স্টুয়ার্টকে। সময় এগোনোর সাথে সাথেই যথেষ্ট জটিল হয়ে ওঠে গোটা পরিস্থিতি। যারফলে এই হাইভোল্টেজ ম্যাচে তাঁর পরিবর্ত ফুটবলার হিসেবে ধোঁয়াশা দেখা দিলেও শেষ পর্যন্ত দিমি পেত্রাতোসের উপরেই ভরসা রেখেছেন আইএসএল জয়ী এই কোচ। যারফলে অন্যান্য দিনের তুলনায় এই অস্ট্রেলিয়ান তারকার উপর আজ বাড়তি নজর থাকবে সকলের।