মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ম‍্যাচের আগে খুশির খবর পেল সবুজ-মেরুন সমর্থকরা

মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ম‍্যাচের প্রাক্কালে বড়ো খুশির খবর পেল এটিকে মোহনবাগানের সমর্থকরা ।চলতি আইএসএলে দাপুটে ফুটবল খেলছে মুম্বাই সিটি এফসি।

atk mohun bagan supporter

মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ম‍্যাচের প্রাক্কালে বড়ো খুশির খবর পেল এটিকে মোহনবাগানের সমর্থকরা ।চলতি আইএসএলে দাপুটে ফুটবল খেলছে মুম্বাই সিটি এফসি। এখনও অবধি তাদের হারাতে পারেনি কোনও দল। তাই তাদের রুখে দেওয়াটাই এখন অন‍্যতম চ‍্যালেঞ্জ হতে চলেছে সবুজ মেরুন কোচ জুয়ান ফেরান্দোর কাছে।

Advertisements

আগামী ১৪ ই জানুয়ারি অনুষ্ঠিত হতে চলা এই ম‍্যাচ অত্যন্ত হাইভোল্টেজ একটা ম‍্যাচ হতে চলেছে সেই কথা বলাই বাহুল‍্য। এখনও অপরাজিত মুম্বাই সিটি এফসিকে সেই দিন হারিয়ে দিক সবুজ মেরুন ব্রিগেড, এমনটাই এখন চাইছেন সকল মোহনবাগান সমর্থকরা।

বিজ্ঞাপন

এমন গুরুত্বপূর্ণ একটা ম‍্যাচে কার্ড সমস্যার জন্যে খেলতে পারবেন না মুম্বাই সিটি এফসি দলের সেন্টার ফরোয়ার্ড জর্জ পেরেরা ডিয়াজ। আর এর ফলে মুম্বাই সিটি এফসি দল বেশ খানিকটা ব‍্যাক ফুটে গেলো বলেই মনে করা হচ্ছে। এর ফলে অ্যাডভান্টেজ পেলে এটিকে মোহনবাগান।

তাই ম‍্যাচে এটিকে মোহনবাগানের ডিফেন্স মুম্বাই সিটির দুই উইংয়ের আক্রমণ রুখে দিতে পারলে, এমন আপাত নিরিখে খানিকটা দূর্বল তাদের ডিফেন্স রুখে দিতে পারলে এই ম‍্যাচ থেকে জয় তুলে নিতেই পারে সবুজ মেরুন শিবির।