সবুজ-মেরুন সমর্থকদের ক্ষোভের মুখে পড়লেন জেমি ও জেসন, তারপর?

বর্তমানে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট নিয়ে সরগরম ভারতীয় ফুটবল। গত বেশ কয়েক বছর ধরেই দুরন্ত ছন্দে রয়েছে কলকাতা ময়দানের এই প্রধান। দেশের প্রথম ডিভিশন…

mohun-bagan-fans-anger-jason-cummings-jamie-mclaren-iran-match-boycott-2025

বর্তমানে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট নিয়ে সরগরম ভারতীয় ফুটবল। গত বেশ কয়েক বছর ধরেই দুরন্ত ছন্দে রয়েছে কলকাতা ময়দানের এই প্রধান। দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তথা আইএসএলের লিগ কাপের পাশাপাশি শিল্ড ও এসেছে তাঁদের ঝুলিতে। সেই সুবাদে এএফসির টুর্নামেন্টে অংশগ্রহণ করার ছাড়পত্র পাচ্ছে সবুজ-মেরুন। গত বছর মধ্যপ্রাচ্যে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হওয়ায় ইরানে খেলতে যায়নি মোহনবাগান (Mohun Bagan)। যার ফলস্বরূপ পরবর্তীতে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল ভারতীয় ফুটবল দলকে। সেই হতাশা কাটিয়ে এবার নতুন করে সাফল্যের স্বপ্ন দেখছিল সমর্থকরা।

Advertisements

প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানের ফুটবল ক্লাব আহাল এফকের কাছে ঘরের মাঠে পরাজিত হতে হলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল সকলে। কিন্তু জেসন কামিন্স থেকে শুরু করে জেমি ম্যাকলারেন এবং দিমিত্রি পেত্রাতোসের মত ফুটবলারদের ইরানে যাওয়া নিয়ে দেখা দিয়েছিল ব্যাপক জটিলতা এই পরিস্থিতিতে তাঁদের বাদ রেখেই একটা সময় ইরান সফর করার পরিকল্পনা ছিল ম্যানেজমেন্টের। কিন্তু সেটা সম্ভব হয়নি। যা ভালোভাবে নেয়নি সমর্থকরা। সময় এগোনোর সাথে সাথেই ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্ত নিয়ে ক্ষোভে ফুঁসতে শুরু করেছে সমর্থকরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার যার প্রভাব লক্ষ্য করা যায় দলের অনুশীলনে। এদিন কার্যত পুলিশী নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছিল বাগানের অনুশীলন গ্রাউন্ডকে। যারফলে স্টেডিয়াম সংলগ্ন চত্বরেই ম্যানেজমেন্ট এর উদ্দেশ্যে খুব প্রকাশ করছিলেন সমর্থকরা। এমনকি প্ল্যাকার্ড হাতে ও খুব উগরে দিতে দেখা গিয়েছিল মেরিনার্স দ্যা এক্সট্রিম এবং মেরিনার্স বেস ক্যাম্পের সদস্যরা। তবে পরবর্তীতে অনুশীলন শেষে বাগান সমর্থকদের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল দুই তারকা ফুটবলার জেমি ম্যাকলারেন এবং জেসন কামিন্সকে। সমর্থকের তরফে তাঁদের কাছে জানতে চাওয়া হয়েছিল তাঁরা বা তাঁদের দল ইরান সফরে যায়নি কেন?

এক্ষেত্রে প্রথমদিকে কিছুটা কথা কাটাকাটি চললেও পরবর্তীতে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। আসলে অস্ট্রেলিয়ান ফুটবলাররা যে ইরানের ভ্রমণ করতে পারবে না প্রথমবার সে কথা জানিয়েছিলেন জেমি ম্যাকলারেন। পরবর্তীতে সেই কথা আরও স্পষ্ট করেছিলেন জেসন কামিন্স। কাজী নিজেদের পরিস্থিতির কথা সমর্থকদের কাছে জানিয়ে গেলেন দুই ফুটবলার। তবে বিদেশীরা না যেতে পারলেও বাকি ফুটবলারদের নিয়ে কেন ইরানে গেল না মোহনবাগান (Mohun Bagan) দল সেই নিয়ে রাগ প্রকাশ করতে থাকে সমর্থকরা। সেই ভিডিও বর্তমানে ভাইরাল হয়ে গিয়েছেন এর মাধ্যমে।