ইন্ডিয়ান সুপার লিগে ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। ইস্টবেঙ্গলকে ৩-১ গোলে হারিয়ে লিগ ক্রম তালিকার শীর্ষে চলে গিয়েছে দল। সিনিয়র পর্যায়ে বাগান সুবাসিত হলেও, যুব পর্যায়ে সবুজ মেরুন নৌকা পড়েছে উত্তাল সমুদ্রে।
জুনিয়র লিগে মোহনবাগান সুপার জায়ান্টের পারফরম্যান্স মোটেও আশাপ্রদ নয়। ইন্ডিয়ান সুপার লিগের অভিজ্ঞতা সম্পন্ন তরুণ খেলোয়াড়দের মাঠে নামিয়েও হচ্ছে না কাজের কাজ। পরপর ম্যাচে হেরেছে মোহনবাগান। অ্যাডামাস ইউনাইটেড স্পোর্টস অ্যাকাডেমির কাছে পরাজয়ের পর জামশেদপুর এফসির যুব দলের কাছে হেরেছে মোহনবাগান।
মোহনবাগানের সিনিয়র দল শক্তিশালী হলেও জুনিয়র দল নিয়ে এখনও অনেক কাজ বাকি রয়েছে। জামশেদপুর এফসি আরএফডিএল-এর ম্যাচে বাগানকে হারিয়েছে ৩-০ গোলে। টুর্নামেন্টে জামশেদপুর এফসিকে কিছু দিন আগেই হারিয়েছিল কালীঘাটের জুনিয়র দল। অ্যাডামাসের বিরুদ্ধে বাগান হেরেছিল ১-২ গোলে।
আরএফডিএল-এ মোহনবাগান সুপার জায়ান্ট যে দল নামাচ্ছে তাতে থাকছেন ফারদিন আলি মোল্লা, এংসন, রাজ বাস্ফোর, রবি রানাদের মতো ফুটবলার। সিনিয়র লেভেলে বড় ক্লাবের ভালো জুনিয়র দল না থাকা কিন্তু একটা দুর্বলতা। আসলে দুর্গাপুরের সেইল অ্যাকাডেমির অভাব বাগানের এখনও পূরণ হয়নি। কবে হবে সে উত্তর আপাতত অমিল।