কেরালা ম্যাচে অনিশ্চিত বাগানের এই তারকা ফুটবলার

আজ, শনিবার সন্ধ্যায় নিজেদের ঘরের মাঠে আইএসএলের পরবর্তী ম্যাচ খেলবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে তাঁদের লড়াই করতে শক্তিশালী কেরালা ব্লাস্টার্সের সঙ্গে।…

Greg Stewart's First Match Goal Fuels Optimism for Mohun Bagan in Durand Cup Derby

short-samachar

আজ, শনিবার সন্ধ্যায় নিজেদের ঘরের মাঠে আইএসএলের পরবর্তী ম্যাচ খেলবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে তাঁদের লড়াই করতে শক্তিশালী কেরালা ব্লাস্টার্সের সঙ্গে। হিসাব অনুযায়ী দেখলে ওডিশা এফসির বিপক্ষে অমীমাংসিত ফলাফলে ম্যাচ শেষ করার পর গত তিনটি ম্যাচে অপরাজিত রয়েছে কলকাতা ময়দানের এই প্রধান। অনায়াসেই তাঁরা পরাজিত করেছে জামশেদপুর এফসি থেকে শুরু করে চেন্নাইয়িন এবং নর্থইস্ট ইউনাইটেডকে। সেইধারাই বজায় রাখতে চাইবেন বাগান কোচ।

   

সেইমতো এবার মিকেল স্ট্যাহরের কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে সবুজ-মেরুন ব্রিগেড। ডুরান্ড জয়ীদের পরাজিত করার পর এবারের দক্ষিণের এই শক্তিশালী ক্লাবকে ও পরাজিত করতে চাইবেন মোলিনা। গত কয়েকদিন ধরে সেইমতো গোটা দলকে অনুশীলন করিয়েছেন তিনি। তবে কার্ড সমস্যা থাকায় গত ম্যাচে অধিনায়ক শুভাশিস বসুর পাশাপাশি আলবার্তো রদ্রিগেজের মতো ফুটবলাররা মাঠে না থাকায় রক্ষণভাগে কিছুটা চাপ আসলেও এবার মিটে গিয়েছে সেই সমস্যা।

বর্তমানে কেরালা ম্যাচের জন্য সম্পূর্ণ প্রস্তুত সবুজ-মেরুন। শনিবারের এই ম্যাচ থেকেই মাঠে ফিরতে চলেছেন দলের দুই ভরসাযোগ্য ডিফেন্ডার। শুভাশিস বসু এবং আলবার্তো রদ্রিগেজ। যারফলে অনেকটাই আত্মবিশ্বাস বাড়াবে ফুটবলারদের। তবে এখনও পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেননি স্কটিশ ফরোয়ার্ড গ্ৰেগ স্টুয়ার্ট‌। চোটের সমস্যা এখনও কিছুটা ভোগাচ্ছে এই দাপুটে ফুটবলারকে।যারফলে কেরালা ম্যাচে তাঁকে মাঠে পাবে না মেরিনার্সরা। সেক্ষেত্রে দিমিত্রি পেত্রাতোসকে শুরু থেকেই খেলানোর কথা ভাবতে পারেন সবুজ-মেরুনের হেডস্যার।

আইএসএলের এই ম্যাচের আগে শুক্রবার শেষ অনুশীলন করে গোটা মোহনবাগান দল। যেখানে প্রথম থেকেই খুশির আমেজ দেখা গিয়েছিল ফুটবলারদের মধ্যে। বলতে গেলে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফুটবলারদের চনমনে রাখতে এদিন এমন পরিকল্পনা নিয়েছিলেন জোসে মোলিনা‌। তা বজায় রেখে নিজেদের ঘরের মাঠে আদৌও জয় আসে কিনা এখন সেদিকেই নজর থাকবে সকলের।