ডার্বির আগে পরীক্ষার মঞ্চে মোহনবাগান, প্রতিপক্ষ কালীঘাট

ঘরোয়া লিগের (CFL 2025) ডার্বি (Kolkata Derby) ম্যাচের ঠিক আগেই গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan)। বুধবার কল্যাণী স্টেডিয়ামে সবুজ-মেরুন ব্রিগেডের প্রতিপক্ষ কালীঘাট মিলন…

Mohun Bagan beat Railway AC by 2-0 in CFL 2025

ঘরোয়া লিগের (CFL 2025) ডার্বি (Kolkata Derby) ম্যাচের ঠিক আগেই গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan)। বুধবার কল্যাণী স্টেডিয়ামে সবুজ-মেরুন ব্রিগেডের প্রতিপক্ষ কালীঘাট মিলন সংঘ (Kalighat Milan Sangha)। এই ম্যাচকেই ডার্বির ড্রেস রিহার্সাল হিসেবে দেখছেন বাগান কোচ ডেগি কার্ডোজো। গত ম্যাচে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে চূড়ান্ত নিষ্প্রভ ফুটবল উপহার দিয়ে ড্র করে মাঠ ছেড়েছিল বাগান শিবির। লিগে চার ম্যাচে মাত্র ৭ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। তাই কালীঘাটের বিরুদ্ধে জয় ছাড়া কিছুই ভাবতে চাইছে না কোচ ডেগি।

   

মঙ্গলবার বিকেলে যুবভারতীর অনুশীলন মাঠে ঘণ্টাখানেকের অনুশীলন সেরে নেন বাগান ফুটবলাররা। তবে কোচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সিনিয়র দলের বেশ কয়েকজন ফুটবলার এখনও পুরোপুরি ফিট নন। কিয়ান নাসিরি, গ্লেন মার্টিন্স, সুহেল ভাট ও দীপ্যেন্দু বিশ্বাস এই চার আইএসএল ফুটবলার বর্তমানে রিহ্যাবে রয়েছেন।

কোচ ডেগি কার্ডোজো বলেন, “চারজনই রিহ্যাবে রয়েছে। ফলে ওদের নিয়ে খেলোয়াড়ি সিদ্ধান্ত এখনও হয়নি। তবে আমাদের মূল লক্ষ্য হল বুধবারের ম্যাচ। ওখানে জয় পাওয়া জরুরি।” যদিও অনুশীলনে উপস্থিত ছিলেন কিয়ান ও গ্লেন, কিন্তু তাঁদের পুরোপুরি ফিট বলা যাচ্ছে না। সুহেল ভাট কিছু সময় মাঠে ছিলেন, পরে টাচলাইনের বাইরে চলে যান। দীপ্যেন্দু অবশ্য পুরোপুরি অনুপস্থিত ছিলেন অনুশীলনে।

মোহনবাগানের মূল সমস্যা আপফ্রন্ট। গোলের সুযোগ তৈরি হলেও তা কাজে লাগাতে পারছে না ফরোয়ার্ডরা। ফলে স্কোরবোর্ডে তার প্রতিফলন ঘটছে না। এই সমস্যা কাটাতেই কিয়ান, সুহেলদের স্কোয়াডে রাখা হয়েছে। কিন্তু কালীঘাটের বিরুদ্ধে তাঁদের না খেলানো হলে সমস্যা আরও বাড়তে পারে।

Advertisements

প্রতিপক্ষ কালীঘাট এমএস এখনও পর্যন্ত চার ম্যাচে জয়হীন। দুটি ড্র ও দুটি হারে মাত্র ২ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। তবে মোহনবাগানের মতো বড় দলের বিরুদ্ধে খেলতে নামার আগে কালীঘাটও নিজেদের প্রস্তুত রাখছে। কোচ দীপঙ্কর বিশ্বাসের কথায়, “মোহনবাগান বড় নাম। ওদের বিরুদ্ধে আমাদের রক্ষণে বাড়তি জোর দিতে হবে। পয়েন্ট হারালে চলবে না।”

ডার্বির আগে মোহন বাগানের জন্য এটি মানসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। অন্যদিকে, মঙ্গলবারই ঘরোয়া লিগে ইস্টবেঙ্গল হার মানে পাঠচক্রের কাছে। সেই খবর পৌঁছেছে বাগান শিবিরে। কিন্তু ডেগি স্পষ্ট জানিয়ে দেন, “ডার্বির আগে অন্য দলের ফলাফলে মন দিচ্ছি না। আমাদের লক্ষ্য শুধুই কালীঘাট ম্যাচে জয়।”

অন্যদিকে, ২৪ জুলাই শুরু হচ্ছে ডুরান্ড কাপের প্রস্তুতি। মনবীর সিং, লিস্টন কোলাসোরা বিদেশিদের ছাড়াই ক্যাম্প শুরু করবেন। যদিও ডার্বির আগে সবুজ-মেরুন ব্রিগেডের কাছে বুধবারের ম্যাচটাই যেন ফাইনাল। এই ম্যাচে জয় ছিনিয়ে আত্মবিশ্বাসে ফেরার জন্য মরিয়া বাগান শিবির।

Mohun Bagan face Kalighat Milan Sangha ahead of Kolkata Derby in CFL 2025