গোয়ার এই মিডফিল্ডারের দিকে নজর বাগানের, কোন শর্তে চুক্তি?

গত কয়েক মরসুমের মতো এবার ও দারুন ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan)সুপার জায়ান্ট। শুরুর দিকটা কিছুটা হতাশাজনক হলেও সময়ের সাথে সাথেই অনবদ্য ছন্দে ধরা দেয়…

brison fernandes

গত কয়েক মরসুমের মতো এবার ও দারুন ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan)সুপার জায়ান্ট। শুরুর দিকটা কিছুটা হতাশাজনক হলেও সময়ের সাথে সাথেই অনবদ্য ছন্দে ধরা দেয় কলকাতা ময়দানের এই প্রধান। প্রথমদিকে ইন্ডিয়ান সুপার লিগের লিগ টেবিলের বেশ কিছুটা তলানিতে থাকতে হলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি কলকাতা ময়দানের এই প্রধানের। স্বাভাবিকভাবেই টুর্নামেন্টের বাকি দলগুলির থেকে অনেকটাই এগিয়ে যায় সবুজ-মেরুন। যারফলে গত ফুটবল সিজনের মতো এবার ও শিল্ড জয় ছিল কার্যত সময়ের অপেক্ষা।

সেটাই হয়েছে শেষ পর্যন্ত। লিগের কয়েকটি ম্যাচ বাকি থাকতেই শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যায় মেরিনার্সরা। সার্জিও লোবেরার শক্তিশালী ওডিশা এফসি‌কে ঘরের মাঠে পরাজিত করে দ্বিতীয়বারের জন্য এই খেতাব জয়লাভ করে মোহনবাগান। তবে নিয়মরক্ষার বাকি ম্যাচগুলিকে হালকা ভাবে নেননি বাগান কোচ জোসে মোলিনা‌। বাকি দুইটি ম্যাচ অপরাজিত থেকেই শিল্ড জয়ের সেলিব্রেশনে মেতেছিল বাগান ফুটবলাররা। এবার জয়ের ধারা বজায় রেখেই আইএসএল চ্যাম্পিয়ন হতে চান সকলে। গত বছর ফাইনালে উঠেও শেষ রক্ষা হয়নি। পরাজিত হতে হয়েছিল শক্তিশালী মুম্বাই সিটি এফসির কাছে।

নিজেদের ভুলত্রুটি শুধরে নিয়ে এবার সাফল্য নিশ্চিত করাই প্রধান লক্ষ্য ম্যানেজমেন্টের। সেই সাথে এখন থেকেই নতুন মরসুমের জন্য পরিকল্পনা সাজাতে শুরু করে দিয়েছে কলকাতা ময়দানের এই প্রধান দল। এক্ষেত্রে এফসি গোয়ার তরুণ মিডফিল্ডার ব্রাইসন ফার্নান্দেজের উপর নাকি নজর রয়েছে বাগান ব্রিগেডের। উল্লেখ্য, চলতি ফুটবল সিজনে মানোলো মার্কুয়েজের এফসি গোয়ার জার্সিতে অনবদ্য ছন্দে ধরা দিয়েছেন এই ভারতীয় মিডফিল্ডার। ইতিমধ্যেই খেলে ফেলেছেন ২২ টি ম্যাচ। যার মধ্যে ৭টি গোল এবং ৩টি অ্যাসিস্ট রয়েছে এই ফুটবলারের।

Advertisements

আগামী বছরের মে মাস পর্যন্ত তাঁর সঙ্গে আইএসএলের ফুটবল ক্লাবের চুক্তি থাকলেও তাঁকে নিতে নাকি যথেষ্ট আগ্রহী মোহনবাগান। কিন্তু এমন দাপুটে ফুটবলারকে সহজে যে ছেড়ে দেবে না এফসি গোয়া সেটা বলাই চলে। মনে করা হচ্ছে তাঁকে কলকাতা ময়দানের এই প্রধানে পাঠানোর বিনিময়ে তারকা উইঙ্গার লিস্টন কোলাসোকে চাইতে পারে এফসি গোয়া। বিগত কয়েকদিন ধরে সেই নিয়েই সরগরম রয়েছে নেটমাধ্যম। যদিও এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি এই বিষয়টি। মনে করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হয়তো পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু।