এই বিদেশি ডিফেন্ডারের দিকে নজর মোহনবাগানের

গত মরশুমে আইএসএলের লিগশিল্ড জিতেছিল মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। যারফলে, নতুন সিজনে এএফসি চ্যাম্পিয়নস লিগের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেবে এই প্রধান। বলতে গেলে প্রথমবার…

Giorgi Gvelesiani football

গত মরশুমে আইএসএলের লিগশিল্ড জিতেছিল মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। যারফলে, নতুন সিজনে এএফসি চ্যাম্পিয়নস লিগের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেবে এই প্রধান। বলতে গেলে প্রথমবার এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে মেরিনার্সরা। সেই নিয়ে খুশির আমেজ রয়েছে সমর্থকদের মধ্যে। তাই নিজেদের দলকে আরো শক্তিশালী করার লক্ষ্য রয়েছে তাদের।

   

যারফলে, আসন্ন নয়া ফুটবল সিজনে একাধিক বদল দেখা যেতে চলেছে সবুজ-মেরুন শিবিরে। যতদূর জানা গিয়েছিল অজি ফুটবলার দিমিত্রি পেত্রাতোস এবং জেসন কামিন্সের সঙ্গেই আপাতত চুক্তি বৃদ্ধি করেছে ক্লাব। এরফলে নতুন মরশুমে দল থেকে বাদ পড়বেন একাধিক দাপুটে ফুটবলার।

এক্ষেত্রে প্রথম থেকেই উঠে আসতে শুরু করেছিল অস্ট্রেলিয়ান ডিফেন্ডার ব্র্যান্ডন হ্যামিল থেকে শুরু করে ফিনল্যান্ডের তারকা ফুটবলার জনি কাউকো এবং আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকুর নাম। গত সিজনে জনি কাউকোর অনবদ্য পারফরম্যান্স থাকলেও নতুন সিজনে তার পরিবর্তে দাপুটে ফুটবলারকে নিতে চাইছে বাগান শিবির। সেক্ষেত্রে এক ইরানি ফুটবলারদের দিকে নজর ছিল ম্যানেজমেন্টের। যতদূর খবর, তার সাথে কথাবার্তা অনেকদূর এগিয়ে নিয়ে গিয়েছে এই ফুটবল ক্লাব। তবে সেই সিজনে অনেকটাই অফ কালার থেকেছেন তারকা ফরোয়ার্ড আর্মান্দো সাদিকু এবং হ্যামিল। নতুন সিজনে তাদের যে আর দলে দেখা যাবে না সেটা বলাই চলে।

এসবের মাঝেই এবার উঠে আসল জর্জিয়ার এক সেন্টার ব্যাকের নাম। তিনি জিওর্জি গেভেলেসিয়ানি (Giorgi Gvelesiani)। বর্তমানে পার্সিয়ান গল্ফ প্রো লিগে পার্সেপোলিস এফসির হয়ে খেলছেন এই সেন্টার ব্যাক। এখনো পর্যন্ত এই ফুটবল লিগে ২৫টি অ্যাপিয়ারেন্সের মধ্যে ৬টি গোল করে ফেলেছেন বছর তেত্রিশের এই তারকা। সেন্টার ব্যাক হিসেবে বিবেচিত হলেও প্রয়োজনে ডিফেন্সিভ মিডে ও উঠে আসতে পারেন জিওর্জি। সব দিক বিচার বিবেচনা করেই এবার তার সাথে কথাবার্তা এগোচ্ছে মেরিনার্সরা।