চলতি আইএসএলের শুরুটা খুব একটা ভালো ছিল না মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের। তবে সময় এগোনোর সাথে সাথেই ছন্দে ফিরতে শুরু করে গতবারের লিগ শিল্ড জয়ীরা। ম্যাচ যত এগোচ্ছে ততই দক্ষ হাতে গোটা দলকে পরিচালনা করছেন জোসে মোলিনা। বলাবাহুল্য, এই স্প্যানিশ কোচের হাত ধরেই এবার এই প্রথম ডিভিশন লিগে সাফল্য পাওয়ার অন্যতম দাবিদার হিসেবে উঠে আসতে শুরু করেছে সবুজ-মেরুন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার সন্ধ্যায় গোয়ার জওহরলাল নেহরু ফতোরদা স্টেডিয়ামে অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছে মেরিনার্সরা।
যেখানে তাঁদের লড়াই করতে হচ্ছে মানোলো মার্কুয়েজের শক্তিশালী এফসি গোয়ার সঙ্গে। টানা বেশ কয়েকটি ম্যাচ অপরাজিত থাকার সুবাদে এদিন প্রথম থেকেই যথেষ্ট সক্রিয়তার সাথে খেলতে দেখা গিয়েছিল সবুজ-মেরুন ফুটবলারদের। তবে মাঝে পথেই ধাক্কা খেতে হয় বাগান ব্রিগেডকে। প্রথমার্ধের প্রথম কোয়ার্টারের শেষের দিকেই গোল করে যান ভারতীয় তারকা ব্রিসন ফার্নান্দেজ। যারফলে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে গিয়েছিল এফসি গোয়া। তারপর থেকেই আরও চাপ বাড়াতে শুরু করে মোহনবাগান ফুটবল ক্লাব। কিন্তু বারংবার আটকে যেতে হয় সন্দেশ ঝিঙ্গানদের কাছে।
যারফলে প্রথমার্ধের শেষে সেই একটি গোলের ব্যবধানেই এগিয়ে থাকে গোয়া শিবির। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আরও চাপ বাড়াতে শুরু করে সবুজ-মেরুন। যা সামাল দিতে বেশ কিছুটা হিমসিম খেতে হয় মানোলো মার্কুয়েজের ছেলেদের। লিস্টন কোলাসো থেকে শুরু করে জেমি ম্যাকলারেনদের আক্রমণে অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছিল গোয়া শিবির। তাঁদের আটকাতে গিয়ে নিজেদের পেনাল্টি বক্সেই ফাউল করে বসে প্রতিপক্ষ দল। যারফলে অনায়াসেই সেখান থেকে পেনাল্টি আদায় করে নেয় মোহনবাগান।
45 mins left to play 😤
Watch #FCGMBSG LIVE only on @JioCinema, @Sports18-3, #StarSports3! 📺 https://t.co/kDvEjwdnxs#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/QtOOQy4rsd
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) December 20, 2024
তারপর ৫৫ মিনিটের মাথায় সেখান থেকেই গোল করে যান অজি মিডফিল্ডার দিমিত্রি পেত্রাতোস। সমতায় ফিরে আসে সবুজ-মেরুন। যারফলে এবার কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে শুরু করে বোরহা হেরেরা থেকে শুরু করে কার্ল ম্যাকহিউরা। তবে শেষ হাসি কে হাসে এখন সেদিকেই নজর থাকবে সকলের।