রবিবার নিজেদের ঘরের মাঠেই আটকে গেল ওডিশা এফসি (Odisha)। সূচি অনুসারে এদিন মোহনবাগান (Mohun Bagan ) সুপার জায়ান্টের মুখোমুখি হয়েছিল সার্জিও লোবেরার ছেলেরা। সম্পূর্ণ সময়ের শেষে ১-১ গোলের অমীমাংসিত ফলাফলে শেষ হল এই ফুটবল ম্যাচ। এদিন ওডিশা এফসির হয়ে একটি মাত্র গোল করেন মরোক্কান তারকা হুগো বুমোস। অন্যদিকে, সবুজ-মেরুন জার্সিতে এদিন ও গোল পান ভারতীয় ফরোয়ার্ড মনবীর সিং। পরবর্তীতে উভয় দলের তরফে একাধিকবার গোলের সুযোগ আসলেও সেটি কাজে লাগানো সম্ভব হয়নি কারুর পক্ষে।
উল্লেখ্য, নিজেদের ঘরের মাঠে ম্যাচ থাকায় শুরু থেকেই যথেষ্ট চনমনে মেজাজে দেখা গিয়েছিল রয়কৃষ্ণাদের। যা কিছুটা হলেও চাপে ফেলে দিয়েছিল মেরিনার্সদের। ম্যাচের একেবারে প্রথমদিকে বাগান ফুটবলারদের ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে ফ্রি-কিক আদায় করে নেয় জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাব। গোল পোস্টের সামান্য দুরন্ত থেকে সতীর্থ আহমেদ জাহুর সক্রিয়তায় দুরপাল্লার শট নেন হুগো বুমোস। যার কোনও জবাব ছিল না বাগান ডিফেন্ডারদের কাছে। যারফলে অনায়াসেই এগিয়ে যায় ওডিশা এফসি।
কিন্তু সহজে হার মানতে নারাজ ছিল জেমি ম্যাকলারেন থেকে শুরু করে দিমিত্রি পেত্রাতোসরা। তাই সময় যত এগোয় বল দখলের লড়াইয়ে প্রতিপক্ষ দলকে ততই টেক্কা দিতে থাকেন সবুজ-মেরুন ফুটবলাররা। তারপর ৩৬ মিনিটের মাথায় কর্নার থেকে ভাসানো বল হেড করে জালে জড়িয়ে দেন মনবীর সিং। গোলরক্ষক অমরিন্দর সিং সেটি আটকানোর আপ্রান চেষ্টা করলেও সেটি কাজে আসেনি। এভাবেই অমীমাংসিত ফলাফলে শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দুই দলের তরফে সঙ্গবদ্ধ ফুটবল খেলে আক্রমণে ওঠার চেষ্টা থাকলেও সেটা খুব একটা কাজে আসেনি।
তবে ম্যাচের পঞ্চম কোয়ার্টারের শেষে ওডিশার তরফে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ পেয়ে গিয়েছিলেন মুর্তাজা ফল। কিন্তু ঠিকমতো ফিনিশ করা সম্ভব হয়নি তাঁর পক্ষে। অন্যদিকে, জেমির পরিবর্ত হিসেবে জেসন কামিন্সকে মাঠে নামিয়ে আক্রমণের তেজ বাড়ানোর লক্ষ্য থাকলেও খুব একটা সুবিধা করতে পারেননি এই তারকা। পরবর্তীতে আশিক কুরুনিয়ানের পাশাপাশি সাহাল আব্দুল সামাদকে মাঠে আনে মোহনবাগান। অন্যদিকে, আক্রমণের গতি বাড়াতে রয় কৃষ্ণার পরিবর্তে ব্রাজিলিয়ান স্ট্রাইকার দিয়াগো মাউরিসিওকে নামান লোবেরা। কিন্তু শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দুই দলকে।