জয়ের মধ্য দিয়েই আইএফএ শিল্ড শুরু করল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। আজ কিশোর ভারতী স্টেডিয়ামে শক্তিশালী গোকুলাম কেরালা এফসির বিপক্ষে খেলতে নেমেছিল সবুজ-মেরুন ব্রিগেড। সম্পূর্ণ সময়ের শেষে ৫-১ গোলের ব্যবধানে জয় সুনিশ্চিত করে নিল হোসে মোলিনার ছেলেরা। দলের হয়ে জোড়া গোল করেন দুই বিদেশি ফুটবলার। ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজ এবং ফরোয়ার্ড জেমি ম্যাকলারেন। এছাড়াও একটি গোল করে যান দলের নয়া বিদেশি ফুটবলার রবসন রবিনহো। মরসুমের শুরুতে এই গোল নিঃসন্দেহে অনেকটাই আত্মবিশ্বাস বাড়াবে এই ব্রাজিলিয়ানের।
অন্যদিকে, গতকাল ইস্টবেঙ্গলের বড় ব্যবধানে জয়ের পর আজ মোহনবাগানের (Mohun Bagan) এই ব্যবধান জয় অনেকটাই ভরসা যোগাবে দলের সকল সমর্থকদের। বলাবাহুল্য, এদিন প্রথম থেকেই যথেষ্ট চনমনে মেজাজে খেলতে দেখা গিয়েছিল বাগান ফুটবলারদের। গত ডুরান্ড কাপের তুলনায় দল যে বর্তমানে অনেকটাই ফিট হয়ে উঠেছে তা স্পষ্ট বোঝা যায় এদিন। স্বাভাবিকভাবেই গোলের মুখ খোলা খুব একটা কঠিন ছিল না সবুজ-মেরুনের পক্ষে। ১১ মিনিটের মাথায় ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনহোর কর্নার থেকে হেডে গোল করে গিয়েছিলেন স্প্যানিশ স্টপার আলবার্তো রদ্রিগেজ।
প্রথম গোল পাওয়ার পর যথেষ্ট আত্মবিশ্বাসের সাথে খেলতে দেখা যায় সবুজ-মেরুন ফুটবলারদের। তারপর ২৬ মিনিটের মাথায় চলে আসে দলের দ্বিতীয় গোল। এবার গোকুলামের গোল বক্সের সামনে চলে এসেছিলেন জেমি ম্যাকলারেন। আগত বল সোজা শট করে দূর থেকেই গোলে ঠেলে দেন এই অস্ট্রেলিয়ান তারকা। যা নিঃসন্দেহে মন জয় করেছে আপামর বাগান সমর্থকদের। প্রথমার্ধের শেষে যারফলে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে ছিল গতবারের আইএসএল জয়ীরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের দেখা যায় গোল। তবে এবার ব্যবধান কমায় গোকুলাম কেরালা। বাগান মিডফিল্ডার আপুইয়ার আত্মঘাতী গোলে ব্যবধান কমে আইলিগের এই ফুটবল দলের।
ম্যাচের ৪৮ মিনিটের মাথায় বল বিপদমুক্ত করতে গিয়েই গোলে ঠেলে দিয়েছিলেন এই তারকা। যা সামাল দিতে পারেননি বিশাল কাইথ। যারফলে বেশ কিছুটা চাপে পড়ে গিয়েছিল মোহনবাগান (Mohun Bagan)। কিন্তু মিনিট দুয়েকের মধ্যেই হারানো আত্মবিশ্বাস ফিরে পায় সবুজ-মেরুন। এবার ফের রবসনের অ্যাসিস্ট থেকে গোল করে ব্যবধান বাড়িয়ে দেন আলবার্তো। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ৫৪ মিনিটের মধ্যে একক দক্ষতায় গোল করে যান রবসন রবিনহো। তারপর ৫৭ মিনিটের মাথায় দলের মধ্যে জোড়া পরিবর্তন আনেন মোলিনা। যার মধ্যে অনিরুদ্ধ থাপার বদলে মাঠে আনা হয় জেসন কামিন্সকে।
A 5-star win to start our IFA Shield campaign 🤩#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/PTmK0wuZFP
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) October 9, 2025
তিনি মাঠে এসে গোলের সুযোগ তৈরি করলেও সফল হতে পারেননি। শেষ পর্যন্ত ৭৫ মিনিটের মাথায় অভি মিতেইয়ের অ্যাসিস্ট থেকে গোল করে যান জেমি ম্যাকলারেন। শেষের দিকে বেশ কয়েকবার ব্যবধান কমানোর সুযোগ এসেছিল গোকুলামের কাছে। কিন্তু বদল হয়নি ফলাফল।