Monday, December 8, 2025
HomeSports Newsমোহনবাগান বর্ষ সেরা: শিবদাস ভাদুড়ি পুরষ্কার পাচ্ছেন লিস্টন কোলাসো

মোহনবাগান বর্ষ সেরা: শিবদাস ভাদুড়ি পুরষ্কার পাচ্ছেন লিস্টন কোলাসো

- Advertisement -

মোহনবাগানের (Mohun Bagan) বর্ষ সেরা ফুটবলার হিসেবে শিবদাস ভাদুড়ি (Shivdas Bhaduri) পুরষ্কারে সন্মানিত হচ্ছেন লিস্টন কোলাসো। বৃহস্পতিবার বৈঠক বসে ছিল মোহনবাগানের তাঁবুতে। সেখানে আলোচনা করা হয়েছে ২৯ জুলাই মোহনবাগান দিবস নিয়ে। কোভিড আতঙ্ক কাটিয়ে এবছর জাঁকজমকপূর্ণ ভাবেই অনুষ্ঠান আয়োজন করা হবে। সকল পুরস্কার প্রাপক’দের নাম এদিন’ই ঘোষণা করা হয়েছে। আসুন নজর রাখা যাক সেই তালিকার দিকে।

মোহনবাগান রত্ন – শ্যাম থাপা
লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মান – প্রাক্তন গোলকিপার বলাই দে
শিবদাস ভাদুড়ি পুরষ্কার – বলাই দে
সুভাষ ভৌমিক পুরষ্কার – লিস্টন কোলাসো
অরুণ লাল পুরষ্কার – প্রিনান দত্ত
প্রণব ব্যানার্জি পুরষ্কার – বাপি শেখ
অঞ্জন মিত্র পুরষ্কার – গোকুলাম কেরালা এফসির সভাপতি ভিসি প্রবীণ
সেরা ক্রীড়া সাংবাদিকের পুরষ্কার – অশোক দাশগুপ্ত

   
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular