বৃষ্টি, দুর্যোগ কিছুই আটকাতে পারেনি সবুজ-মেরুন সমর্থকদের। কারণ আজ সেই দিন, যার জন্য সারা বছর অপেক্ষায় থাকেন মোহন বাগানপ্রেমীরা। আজ মোহনবাগান দিবস (Mohun Bagan Day)। ঐতিহ্য, আবেগ আর গৌরবের মিলনমেলায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম (Netaji Indoor Stadium) আজ সাক্ষী হবে এক অনন্য মুহূর্তের। এদিন ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস, তথা টুটু বোসকে (Tutu Bose) প্রদান করা হবে ‘মোহনবাগান রত্ন’ (Mohun Bagan Ratna) সম্মান।
আজকের দিনটি শুরু হয় সকাল ৯টায় মোহনবাগান লেন থেকে মশাল যাত্রা দিয়ে। অমর একাদশকে মাল্যদান করেন ক্লাব সচিব সৃঞ্জয় বসু, সভাপতি দেবাশিস দত্ত সহ ক্লাবের বিশিষ্ট সদস্যরা। সেখান থেকে শহরের বুকে শুরু হয় গৌরবময় পদযাত্রা। ক্লাব চত্বরে সামনে এসে শেষ হয় মোহন বাগান দিবসের পদযাত্রা।
সুপার সিক্সে উঠতে জয়ের বিকল্প নেই, ডার্বি জয়ের পর বারাকপুরে নামছে ইস্টবেঙ্গল
এরপর দুপুরে রয়েছে একের পর এক অনুষ্ঠান। ক্লাব প্রাঙ্গণে অমর একাদশে মাল্যদান, পতাকা উত্তোলন এবং সবশেষে ক্লাব মাঠে আয়োজিত হবে প্রাক্তন ফুটবলারদের এক প্রীতি ম্যাচ। বহু পরিচিত মুখ যাঁদের পায়ে বল ঘুরেছে মোহনবাগানের জার্সি গায়ে, তাঁরা ফের একবার মাঠে নামবেন।

তবে দিনের মূল আকর্ষণ হল সন্ধ্যার অনুষ্ঠান। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গান দিয়ে শুরু করবেন সৌরেন্দ্র ও সৌম্যজিত। তারপর একে একে শুরু হবে পুরস্কার বিতরণ পর্ব। সেরা ফুটবলার, সেরা স্ট্রাইকার, সেরা ক্রিকেটার, অ্যাথলেট, সবাইকে দেওয়া হবে সম্মাননা।
তবে আসল মাহেন্দ্রক্ষণ যখন মঞ্চে উঠবেন স্বপন সাধন বোস। দীর্ঘদিন ক্লাব প্রশাসনের সঙ্গে যুক্ত থেকে যিনি মোহনবাগানকে একাধিক চ্যালেঞ্জ থেকে রক্ষা করেছেন। ক্লাবকে গড়ে তুলেছেন আধুনিক কাঠামোয়, সেই টুটু বোসকে ‘মোহনবাগান রত্ন’ সম্মান প্রদান করা হবে আজকের মঞ্চে। অনুষ্ঠানের শেষে গানের সুরে দর্শকদের মোহিত করবেন ইমন চক্রবর্তী। ‘মোহনবাগান ডে’ যেন হয়ে উঠবে এক আবেগঘন, গর্বে ভরা মিলনমেলা।
Mohun Bagan Day 2025 will be celebrate Tutu Bose honour with Mohun Bagan Ratna at Netaji Indoor Stadium