Mohun Bagan Day: দীপেন্দু থেকে অপুইয়া-ম্যাকলারেন! দেখে নিন সব পুরস্কারপ্রাপ্তদের তালিকা

মোহনবাগান দিবস (Mohun Bagan Day) ২০২৫-এ সম্মান জানানো হলো ক্লাবের সেরা পারফর্মারদের। দীপেন্দু বিশ্বাস, অপুইয়া, জেমি ম্যাকলারেন থেকে শুরু করে রাজ্য ও জাতীয় স্তরের ক্রীড়াবিদদের…

মোহনবাগান দিবস (Mohun Bagan Day) ২০২৫-এ সম্মান জানানো হলো ক্লাবের সেরা পারফর্মারদের। দীপেন্দু বিশ্বাস, অপুইয়া, জেমি ম্যাকলারেন থেকে শুরু করে রাজ্য ও জাতীয় স্তরের ক্রীড়াবিদদের হাতে তুলে দেওয়া হয় একাধিক পুরস্কার। মোহনবাগান রত্ন, সিজনের সেরা ফুটবলার, সেরা উদীয়মান তারকা, সেরা ক্রীড়া সংগঠক সহ আরও অনেক বিভাগে দেওয়া হয়েছে সম্মান। দেখে নিন এই বছরের সম্পূর্ণ পুরস্কার তালিকা ও ভিডিও হাইলাইটস।

   
Advertisements

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News