জেমির গোলে যুবভারতীতে ইতিহাস গড়ল মোহনবাগান

সাফল্যের আরেক নাম মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। শনিবার সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া ইতিহাসের সাক্ষী থাকল বাগান জনতা। অনবদ্য পারফরম্যান্সের দরুন গতবারের মতো শিল্ড…

Goalless First Half in ISL Final as Mohun Bagan, Bengaluru Battle Intensifies

সাফল্যের আরেক নাম মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। শনিবার সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া ইতিহাসের সাক্ষী থাকল বাগান জনতা। অনবদ্য পারফরম্যান্সের দরুন গতবারের মতো শিল্ড জয় করতে খুব একটা সমস্যা হয়নি মেরিনার্সদের। তবে শুধুমাত্র সেটা নিয়েই সন্তুষ্ট থাকতে রাজি ছিল না সমর্থকরা। লিগ শিল্ডের পাশাপাশি টুর্নামেন্টের কাপ জয়ের ও পরিকল্পনা ছিল বাগান কোচ জোসে মোলিনা‌র‌। শেষ পর্যন্ত সেটাই হল এবার। আইএসএলের ফাইনালে বেঙ্গালুরু এফসিকে পরাজিত আইএসএল ট্রফি চ্যাম্পিয়ন হল‌ বাগান ব্রিগেড।

সেই নিয়ে খুশির জোয়ারে ভাসছে আপামর মোহনবাগান জনতা। বলাবাহুল্য, এদিন ঘরের মাঠে ম্যাচ থাকার সুবাদে প্রথম থেকেই যথেষ্ট চনমনে মেজাজে দেখা গিয়েছিল বাগান ফুটবলারদের। তবে পরবর্তীতে ম্যাচের বয়স বাড়ার সাথে সাথেই দখল নিতে শুরু করে বেঙ্গালুরু এফসি। আলবার্তো নগুয়েরা থেকে শুরু করে সুনীল ছেত্রী হোক কিংবা রায়ান উইলিয়ামস। সময় সুযোগ বুঝেই বাগান রক্ষণে হানা দিয়েছিলেন সকলে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। প্রথমার্ধে গোলের মুখ খোলা সম্ভব হয়নি কারুর পক্ষেই। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল তুলে নেয় বেঙ্গালুরু এফসি।‌

Advertisements

বাগানের তারকা ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজের আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল প্রতিপক্ষ দল। তবে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময় পেনাল্টি থেকে গোল করে যান অজি বিশ্বকাপার জেসন কামিন্স। সমতায় ফেরে সবুজ-মেরুন। তবে ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ আসলেও সেগুলি কাজে লাগানো সম্ভব হয়নি কারুর পক্ষেই। স্বাভাবিকভাবেই নির্ধারিত ৯০ মিনিটের শেষে বজায় ছিল ১-১ গোলের অমীমাংসিত ফলাফল। অতিরিক্ত সময় চলে যায় ম্যাচ।

এক্ষেত্রে দ্বিতীয়ার্ধের তুলনায় আরও আক্রমণাত্মক হয়ে ওঠে মোহনবাগান। তারপর ৯৬ মিনিটের মাথায় বেঙ্গালুরুর ডিফেন্ডারদের টেক্কা দিয়ে গোল করে যান আরেক‌ অস্ট্রেলিয়ান তারকা জেমি‌ ম্যাকলারেন। তারপর আর ম্যাচে ফিরে আসা সুযোগ পায়নি জেরার্ড জারাগোজার ছেলেরা।