মোহনবাগান (Mohun Bagan) সমর্থকদের জন্য স্বস্তির খবর। শুক্রবার বিকেলে সই সংবাদ দিল মোহনবাগান সুপার জায়ান্ট। ২০২৩-২৪ মরসুমের অন্যতম সেরা উদীয়মান ফুটবলারের সঙ্গে নতুন চুক্তি নিশ্চিত করেছে ক্লাব।
সোশ্যাল মিডিয়ায় সই সংবাদ দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। অফিসিয়াল প্রোফাইল থেকে একটি ভিডিও পোস্ট করে জানানো হয়েছে, অভিষেক সূর্যবংশীর সঙ্গে সম্পন্ন হওয়া নতুন চুক্তির ব্যাপারে। আগামী মরসুমেও মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে খেলবেন অভিষেক।
Mohun Bagan: বাগানে আসতে পারেন স্প্যানিশ ফুটবলার!
গত মরসুমে মোহনবাগান সুপার জায়ান্টের অন্যতম আবিষ্কার অভিষেক সূর্যবংশী। রিজার্ভ দল থেকে উঠে আসা তরুণ এই ফুটবলার সিনিয়র দলের হয়ে নিয়েছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। কোচ লোপেজ হাবাসের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিলেন তিনি। ইন্ডিয়ান সুপার লিগে ক্লাবের হয়ে বেশ কিছু ম্যাচে অংশ নিয়েছিলেন অভিষেক।
LOCKED IN 🔏
We are thrilled to announce Abhishek Suryavanshi has committed his future to Green and Maroon! 🤩
Catch all the #ISL action on @officialjiocinema 👉 https://t.co/8B4Uziht37 📺#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন #Abhishek2027 pic.twitter.com/wUoVVJJEA2
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) June 7, 2024
মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে পোস্ট করা ভিডিও বার্তায় অভিষেক সূর্যবংশী সম্পর্কিত কিছু পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। ভিডিওর মাধ্যমে জানানো হয়েছে, ১৪ টি আইএসএল ম্যাচে অংশ নিয়েছিলেন অভিষেক। ৮৬ শতাংশ ক্ষেত্রে নিখুঁতভাবে বাড়িয়েছিলেন পাস, ২০২৪ সালের এপ্রিল মাসের সেরা উদীয়মান ফুটবলারের সম্মান অর্জন করেছিলেন মোহনবাগানের এই তরুণ ফুটবলার।
CFL-এর অন্য দলের খেলার দিকেও নজর রাখতে পারে Mohun Bagan
এই পরিসংখ্যান ছাড়াও ভিডিও তুলে ধরা হয়েছে অভিষেকের ফুটবল দক্ষতার কিছু ঝলক। এই সই সংবাদ পেয়ে সবুজ মেরুন সমর্থকরা খুশি হবেন নিশ্চই। আগামী দিনে ভারতীয় ফুটবলের তারকা হওয়ার রসদ তাঁর মধ্যে রয়েছে। চুক্তির ব্যাপারে বিস্তারিত ক্লাবের পক্ষ থেকে জানানো হয়নি।