Tuesday, October 14, 2025
HomeSports NewsMohun Bagan: 'কিংবদন্তি'র সঙ্গে ২ বছরের চুক্তি করল মোহনবাগান

Mohun Bagan: ‘কিংবদন্তি’র সঙ্গে ২ বছরের চুক্তি করল মোহনবাগান

Advertisements

ইন্ডিয়ান সুপার লিগ ২০২৩-২৪ মরসুমের বর্ষসেরা খেলোয়াড় দিমিত্রি পেত্রাতোস (Dimitri Petratos) মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan) সঙ্গে দুই বছরের চুক্তি বাড়িয়েছেন। আগামী সপ্তাহে হোসে মোলিনাস দলে যোগ দেবেন এই অস্ট্রেলিয়ান।

Advertisements

তাঁর বিন্দাস মুডেই ঝড়, আপাতত দুনিয়ার ‘হটেস্ট ম্যান’ ওলিম্পিয়ান ইউসুফ ডিকেচ!

নতুন চুক্তি পত্রে সই করার পর দিমি বলেছেন, ‘ক্লাব আমার ওপর আস্থা রাখায় আমি কৃতজ্ঞ। আমি চেষ্টা করব দলকে আরও ট্রফি জিততে সাহায্য করতে।’ উক্ত মরসুমে ১০ গোল করার পাশাপাশি সাতটি অ্যাসিস্ট করেছেন ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড।

পেত্রাতোস এটাও মনে করছেন যে মোহনবাগান সুপার জায়ান্টের গত মরসুমের তুলনায় এই মরসুমে আরও ভাল দল তৈরি করেছে। স্বদেশী জেমি ম্যাকলারেনকেও কলকাতার ক্লাবে স্বাগত জানিয়েছেন তিনি।

Durand Cup: শিলিগুড়ির লিটনের গোলে হার মানল চেন্নাইয়িন

১৮ জুলাই ২০২২-এ, পেত্রাতোস মোহনবাগান এসজি-তে যোগ দেন এবং ১০ই অক্টোবর চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে তাঁর অভিষেক হয়েছিল। এই সময় তিনি মনবীর সিংয়ের গোলের জন্য সহায়তা প্রদান করেন। এখনও পর্যন্ত ৪৬ ম্যাচে ২২ গোল করেছেন এই অস্ট্রেলিয়ান। তিনি ২০১৮ সালে অস্ট্রেলিয়ার সিনিয়র পুরুষ দলের হয়ে অভিষেক করেছিলেন এবং তিনবার নিজের দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। মোহনবাগান সমর্থকদের কাছে দিমি ইতিমধ্যে কিংবদন্তি তুল্য।

Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর

জনপ্রিয় সংবাদ