আইএসএল জেতার পর আসন্ন সুপার কাপ (Super Cup) জয়কে প্রধান উদ্দেশ্য করে এগোচ্ছেন এটিকে মোহনবাগান কোচ হুয়ান ফেরেন্দো (Mohun Bagan coach Juan Ferrando)। তাই গত ২ এপ্রিল থেকেই দল নিয়ে অনুশীলনে নেমে পড়েছেন তিনি। প্রথম দিকে সমস্ত খেলোয়াড়দের না পাওয়া গেলেও অনুশীলন শুরুর কয়েকদিন পর থেকেই দলের সাথে যুক্ত হয়েছেন প্রায় সকলেই।
East Bengal FC: লোবেরাকে নিশ্চিত করার পর দল গঠনের চমক শুরু লাল-হলুদের, কারা আসছেন?
তবে ছিলেন না দলের অন্যতম ভরসা দিমিত্রি পেত্রাতোস। যা দেখে অনেকেই ভেবেছিলেন, এবারের সুপার কাপে হয়ত দলে থাকবেন না এই অজি ফুটবলার। কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে গত পড়শু দিন রাতে কলকাতার বুকে পা রাখেন দিমিত্রি। তারপর কিছুটা বিশ্রাম নেওয়ার পর আজ কেরালা উড়ে যাওয়ার আগে দলের সাথে অনুশীলনে নামেন তিনি। বলা যায় সুপার কাপের আগে কলকাতায় শেষ অনুশীলন করলেন দিমিত্রি।
Sergio Lobera: লোবেরার হাত ধরে সাফল্যের সরণিতে ফিরতে চায় ইস্টবেঙ্গল, কতটা সফল এই কোচ?
বলাবাহুল্য, এবারের আইএসএল মরশুমে যথেষ্ট চনমনে থেকেছেন এই অস্ট্রেলিয়ান ফুটবলার। সবুজ-মেরুন জার্সিতে একাধিক গোল করে ম্যাচ জেতানোর কারিগর থেকেছেন তিনি। যারফলে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ পর্যন্ত ক্লেটন সিলভা ও দিয়াগো মৌরিসির পাশাপাশি সোনার বুটের অন্যতম দাবিদার মনে করা হচ্ছিল তাকে। এমনকি ফাইনাল ম্যাচে এটিকে মোহনবাগানের হয়ে দুটি গোল ও উঠে এসেছিল এই দিমিত্রির পা থেকেই। এবার তাকে সামনে রেখেই আগামীকাল গোকুলাম বধের ছক তৈরি করছেন কোচ হুয়ান ফেরেন্দো।
IPL 2023: দিল্লি ক্যাপিটালসের দম বন্ধ হয়ে যাচ্ছে, মাথাব্যাথা নেই এই কোটিপতি খেলোয়াড়দের
কিন্তু খেলোয়াড়দের চোটের সমস্যা প্রচন্ড ভাবাচ্ছে বাগানের হেডস্যার কে। এখনো পর্যন্ত চোটের সমস্যা থেকে পুরোপুরি রেহাই পাননি দলের দুই ভরসাযোগ্য তারকা আশিক কুরুনিয়ান ও মনবীর সিংয়ের মতো তারকারা। যদিও দলের সঙ্গে অনুশীলন করছেন সকলেই। তবে এবারের আইএসএল জিতে আত্মবিশ্বাসী মনোভাব থাকলেও আত্মতুষ্ট হতে চাননা ফেরেন্দো। তার কথায়, সবাই আইএসএলের মতো আত্মবিশ্বাস নিয়ে এগোনোর পরিকল্পনা রাখলেও মাথায় রাখতে হবে এটা কাপ টুর্নামেন্টে। যেখানে ভুল করলে পরবর্তীতে আর সুযোগ মেলেনা।